Monday, May 5, 2025

রবিবার ইডেনে ভারত-নিউজিল‍্যান্ড( India-New Zealand) তৃতীয় টি-২০( T-20 ) ম‍্যাচে খেলতে নামছে ভারত। সিরিজ জয় রাঁচিতে হয়ে গিয়েছে ভারতের। রবিবার ইডেনে যে নিয়মরক্ষার ম‍্যাচ তা ভালই জানে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে সিরিজে হোয়াইটওয়াশ নয়, বরং কিছুটা মাথা তুলে ইডেন ছাড়তে চান কিউয়ি অধিনায়ক টিম সাউদি।

বিশ্বকাপ ফাইনালে খেলার ২৪ ঘন্টার মধ্যে ভারতে ঢুকে পড়তে হয়েছিল তাঁদের। জয়পুর, রাঁচি ঘুরে এবার কলকাতা। কাগজে-কলমে ইডেন ম্যাচের গুরুত্ব নেই। সিরিজের ফয়সালা হয়ে গিয়েছে রাঁচিতে। ২-০-তে এগিয়ে ভারত। ইডেনে জিতলে সেটা ৩-০ হবে। হারলে ১-২। এতে সিরিজের ভাগ্য বদলাবে না। কিন্তু ০-২ হারের খোঁচা নিয়ে শনিবার দুপুরে কলকাতায় এসেছে কিউয়িরা। কেন উইলিয়ামসন সিরিজের আগে বিশ্রামে চলে যাওয়ায় সিরিজে কিউয়িদের নেতৃত্ব দিচ্ছেন টিম সাউদি। যিনি সিরিজ হারের দায় চাপিয়ে দিয়েছেন দৌড়-ঝাঁপের সফরসূচির উপর। একদিন বাদে বাদে ম্যাচ খেলতে হচ্ছে দুটি দলকে। রাঁচিতে ম্যাচের পর সাউদি বলেছেন, ‘‘টি-২০ বিশ্বকাপের পর এই সফর। যেভাবে এই পরিবেশে মানিয়ে নেওয়ার দরকার ছিল, সেটা পারিনি।” রাতের শিশির নিয়ে প্রচুর কথা হচ্ছে। সাউদি বলেন, ‘‘প্রচুর শিশির পড়েছে। যাতে ভুগতে হয়েছে দুটি দলকেই। আমরা ভেজা বল নিয়ে প্র্যাকটিস করতে পারতাম। কিন্তু পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারিনি। ভারতীয় দলকে কৃতিত্ব দিতে হবে। ওরা সব বিভাগে হারিয়েছে।” জানান সাউদি।

সাউদি বলেন, তাড়াতাড়ি ক’টা উইকেট তুলে নিয়ে ভারতকে চাপে রাখতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু কিউয়ি স্পিনাররা শিশিরের জন্য বলের গ্রিপ নিয়ে সমস্যায় পড়েছিলেন। তবে সাউদি মেনে নিয়েছেন, ভারত অনেক ভাল খেলেছে। কলকাতা ম্যাচ ডেড রাবার-এ পরিণত হলেও সাউদি জানিয়েছেন, তাঁরা মাথা উঁচু রেখে ইডেনে ম্যাচ শেষ করতে চান। তাঁর কথায়, ‘‘আমাদের লক্ষ্য হল শেষ ম্যাচে ধাক্কা দেওয়া। এটা আমাদের কাছে দেশের হয়ে খেলার আর একটা সুযোগ। সুতরাং বাড়তি মোটিভেশনের প্রয়োজন নেই।” তাঁর আশা, ইডেনে ভাল খেলে মাঠ ছাড়তে পারবেন।

আরও পড়ুন:India-New Zealand: ইডেনে নিয়মরক্ষার ম‍্যাচে সুযোগ পেতে পারের এই তরুণ ক্রিকেটার

Related articles

চেনা মেজাজে মুখ্যমন্ত্রী, বহরমপুরে আচমকা ঢুকলেন প্রতিমাশিল্পীর বাড়ি

জনসংযোগ জননেত্রীর। বালিগঞ্জ হোক কিংবা বহরমপুর মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গাতেই মিশে যান মানুষের ভিড়ে। মানুষের ঘরে। হ্যাঁ, ঘরে।...

পিএফ বঞ্চনার প্রতিবাদ! চা-বাগান মালিকদের বিরুদ্ধে বড় লড়াইয়ের ডাক আইএনটিটিইউসির

চা-বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি পিএফ অফিসের সামনে অবস্থান বিক্ষোভে অংশ নিলেন...

টুটুকে নিয়ে মিলল না সমাধান, ফের হবে বৈঠক

টুটু বোসের(Tutu Bose) পদত্যাগ গ্রহনের সিদ্ধান্ত ঝুলেই রইল। সোমবারের বৈঠকেও মিলল না সমাধান। পরের সপ্তাহে ফের মোহনবাগানের(Mohunbagan) কার্যকরী...

সিনেমায় কোপ! ট্রাম্পের নতুন ঘোষণায় চিন্তায় ভারতের প্রযোজকরা

ট্রাম্পের শুল্কের বন্যায় অস্থির বিশ্ব। চিনের উপর আবার অতিরিক্ত শুল্ক। এবার বিনোদন ক্ষেত্রকেও চড়া শুল্কের আওতায় আনলেন মার্কিন...
Exit mobile version