Sunday, November 9, 2025

আগরতলা সফর শেষ করেই সোজা দিল্লি রওনা হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। সোমবার, রাতে দিল্লি পৌঁছন অভিষেক। তার আগে এদিন সন্ধেয় রাজধানীতে পা রাখেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

রবিবার, তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষের গ্রেফতারির পরই ত্রিপুরা যেতে চেয়েছিলেন অভিষেক। কিন্তু শেষ পর্যন্ত আগরতলার বিমানবন্দর সমস্যার কারণে যেতে পারেননি তিনি। সোমবার সকালেই আগরতলায় পৌঁছন তিনি। তাঁর সঙ্গে দেখা করে বিজেপির (Bjp) হামলায় আক্রান্ত তৃণমূলের প্রার্থী-কর্মীরা। দুপুরে সাংবাদিক বৈঠক করে অভিষেক যান তৃণমূল নেতা সুবল ভৌমিকের বাড়ি। রবিবার, সেই বাড়িতে তাণ্ডব চালিয়ে গুঁড়িয়ে দেয় বিজেপি গুন্ডাবাহিনী। এর সঙ্গেই সোমবার বিকেলে জামিন পান তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষ। এরপরেই দিল্লির উদ্দেশে রওনা হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

ত্রিপুরার ঘটনায় ইতিমধ্যে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ শুরু করেছেন তৃণমূল সাংসদরা। এদিন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে সাক্ষাৎ করে ত্রিপুরার আইন শৃঙ্খলা নিয়ে তাঁর হস্তক্ষেপ দাবি করেন তাঁরা। বিকেলেই রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী। রাতেই দিল্লিতে পৌঁছন অভিষেক।

বুধবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে মমতার। এই কদিন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মমতা এবং অভিষেকের আলোচনার সম্ভাবনা রয়েছে। সামনে সংসদের শীতকালীন অধিবেশন। সেই বিষয়ে দলীয় সাংসদদের রূপরেখা তৈরি করে দিতে পারেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আগামী কয়েকদিন রাজধানীর রাজনীতিতে বড় চমক দেখা দিতে পারে বলেই অনুমান রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- Agartala: ভয় পাবেন না, পাশে আছি: আক্রান্ত দলীয় নেতা-প্রার্থীদের পাশে দাঁড়িয়ে আশ্বাস অভিষেকের

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version