Friday, November 14, 2025

Agartala: ভয় পাবেন না, পাশে আছি: আক্রান্ত দলীয় নেতা-প্রার্থীদের পাশে দাঁড়িয়ে আশ্বাস অভিষেকের

Date:

সোমনাথ বিশ্বাস, আগরতলা

রবিবার বারবার থানায় দলীয় নেতৃত্বের আক্রান্ত হওয়া, স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিকের (Subal Bhowmik) বাড়ি-গাড়ি ভাঙচুর এবং সায়নী ঘোষকে (Sayani Ghosh) রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে গ্রেফতারের ঘটনায় রাতেই আগরতলা যেতে চেয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। কিন্তু বিমানবন্দরের জটিলতার কারণে সেটা করা সম্ভব হয়নি। সোমবার, সকালে আগরতলা পৌঁছেই দলীয় কর্মীদের পাশে থাকার বার্তা দেন অভিষেক। বিকেলে সাংবাদিক বৈঠকের পরই তিনি সোজা উপস্থিত হন সুবল ভৌমিকের বাড়িতে। সেখানে রবিবার তাণ্ডব চালায় বিজেপির (Bjp) গুন্ডাবাহিনী। দেখা করে পাশে থাকার আশ্বাস দেন আক্রান্ত তৃণমূল প্রার্থীদের।

রবিবার, গেরুয়া বাহিনীর হামলায় রক্তাক্ত হন তৃণমূলের (Tmc) বেশ কয়েকজন প্রার্থী-নেতা-কর্মী। সকালেই তাঁদের সঙ্গে দেখা করে সবরকম সাহায্যের আশ্বাস দেন অভিষেক। সন্ধেতেও তাঁর ব্যতিক্রম হল না। সুবল ভৌমিকের বাড়ি গিয়ে তৃণমূল প্রার্থী-সহ নেতা-কর্মীদের সঙ্গে দেখা করে মনোবল বাড়িয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, “আপনারা ভয় পাবেন না। আমি সব সময় পাশে আছি। যখনই প্রয়োজন বলবেন, আমি চলে আসব।”

একইসঙ্গে পুরভোটের পোলিং এজেন্টদের বলেন, “যতই বিজেপির তরফ থেকে ভয় দেখানো হোক না কেন, পেয়ে রুখে দাঁড়ান।”

অভিষেক বলেন, ২৫ বছরের বাম শক্তিকে আপনারা ক্ষমতাচ্যত করেছেন। এই কদিনের বিজেপি সরকারকে আপনারা নিশ্চিতভাবেই ক্ষমতা থেকে হটিয়ে দিতে পারবেন। দলের নেতা-কর্মীদের একজোট হয়ে লড়াই করার বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের এই ভূমিকায় উজ্জীবিত তৃণমূলের প্রার্থী-নেতা-কর্মীরা। এই বার্তার পরে নতুন করে লড়াইয়ের সাহস পেয়েছেন তাঁরা।

আরও পড়ুন- Election Commission: কোভিড পরিস্থিতি দেখেই কলকাতা-হাওড়ায় পুরভোটের সিদ্ধান্ত: কমিশনের সর্বদলে জানাল TMC

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version