Thursday, August 21, 2025

ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা সফর যাবে ভারতীয় ক্রিকেট দল। নতুন কোচ দ্রাবিড়ের অধীনে ঘরের মাঠে কিউয়িদের হারালেও বিদেশের মাঠে টিম ইন্ডিয়া কেমন পারফরম্যান্স করে সেটা দেখার জন্যই মুখিয়ে রয়েছে সকলে। প্রোটিয়াদের বিরুদ্ধেও হার্দিক পান্ডিয়াকে পাওয়া যাবে না।কারণ, এই ডানহাতি অলরাউন্ডার এখনও পুরোপুরি ফিট নন।
জানা গিযেছে, হার্দিককে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রিপোর্ট করতে বলা হয়েছে। সেখান থেকে নাকি তাঁকে রিহ্যাবে পাঠানো হতে পারে। একশ শতাংশ ফিট হওয়ার সার্টিফিকেট দেখাতে পারলেই ফের জাতীয় দলের টিকিট পাবেন বরোদার এই ক্রিকেটার।
গত রবিবার শেষ হওয়া কিউয়িদের বিরুদ্ধে টি-২০ সিরিজের দলে জায়গা হয়নি হার্দিক পান্ডিয়ার। তার একমাত্র কারণ হল ফিটনেস। আনফিট থাকার জন্যে গত টি-২০ বিশ্বকাপের দলে থাকলেও নিজেকে সেইভাবে মেলে ধরতে পারেননি তিনি। আর বোলিং করতে একেবারেই পারছেন না। যেটা খুব ভালো করেই চোখে পড়েছে বোর্ড কর্তাদের। তাই তারা আর কোনওরকম ঝুঁকি নিতে নারাজ।
অন্যদিকে, হার্দিক না থাকায় তাঁর পরিবর্ত খোঁজা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বিসিসিআই। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে তরুণ ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে পরীক্ষা চালিয়েছে বোর্ড। আর নাইট রাইডার্সের এই অলরাউন্ডারের পারফরম্যান্সও খুব একটা খারাপ নয়। তাই দক্ষিণ আফ্রিকা সফরে হার্দিকের বদলি হিসেবে ভেঙ্কটেশকে ভাবা হচ্ছে বলে জানা গিয়েছে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version