Saturday, August 23, 2025

যাত্রীদের জন্য সুখবর!  দীর্ঘদিন বাদে আগামী বৃহস্পতিবারই কলকাতা মেট্রোয় ফিরছে টোকেনের ব্যবস্থা। সোমবারই একটি বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ(Metro Rail)। কাউন্টার ছাড়াও অটোমেটিক স্মার্ট কার্ড(Smart Card) রিচার্জ মেশিন থেকেও টোকেন কেনা যাবে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন:Behala:একইদিনে জোড়া হামলা, অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ, ধৃত অভিযুক্ত

বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘আগামী ২৫ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার থেকে উত্তর-দক্ষিণ এবং পূর্ব-পশ্চিম মেট্রোয় টোকেন ব্যবস্থা ফিরে আসছে। আগে যেমন ভাবে স্টেশনে টোকেন দেওয়া হত তেমন ভাবেই টোকেন দেওয়া হবে।’ যদিও কলকাতা মেট্রো কর্তৃপক্ষের আর্জি জানান হয়েছে, নিত্যযাত্রীরা যেন স্মার্টকার্ডই ব্যবহার করেন। এতে একদিকে যেমন  ভিড় এড়ানো যাবে। তেমন বিশেয ছাড় পাবেন তাঁরা।

অতিমারি পর্বে শারীরিক দূরত্ববিধির কথা মাথায় রেখে গত বছর ২৩ মার্চ থেকে বন্ধ হয়ে গিয়েছিল মেট্রো পরিষেবা। গত বছর ১৪ সেপ্টেম্বর থেকে তা চালু হওয়ার পর অবশ্য টোকেন ব্যবস্থা বন্ধ ছিল। সে সময় শুধু স্মার্ট কার্ডই চালু ছিল। আগামী ২৫ নভেম্বর থেকে দু’টি ব্যবস্থায় চালু হতে চলেছে।

প্রসঙ্গত, করোনার বাড়বাড়ন্ত কমায় শনিবার করে সকল যাত্রীর জন্যই খুলেছে মেট্রোর (Kolkata Metro) দরজা। একই সঙ্গে ট্রেনের সংখ্যাও বাড়ানো হয়েছে। তবে মাস্ক পরা, শারীরিক দূরত্ববিধি মানার কথা বারবার বলা হচ্ছে। স্মার্ট কার্ড চালু থাকতেই মেট্রোতে ভালোই ভিড় হচ্ছিল। টোকেন ফিরলে ভিড় আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। যদিও ভিড় এড়াতে স্মার্ট কার্ড ব্যবহারের পরামর্শ দিয়েছেন মেট্রো  রেল কর্তৃপক্ষ।


Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version