এসএসসি গ্রুপ ডি নিয়োগ মামলায় এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ সোমবার এই নির্দেশ দিয়েছে। এদিন মধ্যশিক্ষা পর্ষদের হলফনামার জমা দেওয়ার পর সিবিআই তদন্তের প্রয়োজন আছে বলেই মনে করছে হাইকোর্ট। তাই আদালতে দিন নির্দেশ দিয়েছে সিবিআই কমিটি গঠন করে এই মামলার অনুসন্ধান হোক। এদিন ৫০০ জনের তালিকা জমা নিল আদালত। কবে তাঁরা নিয়োগ হয়েছেন, সেটা জানাতে হবে।

এদিন মামলাকারীদের তরফে ৫০০ জনের নামের তালিকা তুলে দেওয়া হয় আদালতে। এদের নিয়োগ নিয়ম বহির্ভূত ভাবে হয়েছে বলে অভিযোগ উঠেছে।
