Friday, August 22, 2025

পিছু ছাড়ছে না বৃষ্টি। একের পর এক নিম্নচাপ। তাতেই হেমন্তেও হিমেল বাতাসের পরশ থেকে বিরত রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, সপ্তাহের শুরুতেই কলকাতা-সহ দক্ষিণ এবং উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সপ্তাহান্তেই সজীতের আমেজ উপভোগ করবেন রাজ্যবাসী।

আরও পড়ুন:Behala:একইদিনে জোড়া হামলা, অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ, ধৃত অভিযুক্ত

বঙ্গোপসাগরে(Bay Of Bengal) নিম্নচাপের পরোক্ষ প্রভাবে পূবালী হাওয়া সক্রিয় হয়েছে। পুবালি হাওয়ায় প্রভাবে রাজ্যে প্রচুর পরিমাণে  জলীয় বাষ্প ঢুকবে। দক্ষিণবঙ্গের উপকূল ও উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের(Alipore Weather Department) তরফে জানানো হয়েছে, সোম ও মঙ্গলবার হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া ও বাঁকুড়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে। বুধবারও হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং-এ।

সোমবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তিন ডিগ্রী বেশি। রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৫ থেকে ৯৪ শতাংশ।

Related articles

কৌশিকী অমাবস্যার প্রার্থনায় ফললাভ, তারাপীঠে লক্ষাধিক ভক্ত সমাগমে জোরদার নিরাপত্তা 

আদ্যাশক্তির বিশেষ প্রকাশে খুলে যাবে স্বর্গ নরকের দরজা! আজ কৌশিকী অমাবস্যায় (Kaushiki Amavasya) সাধক থেকে পুণ্যার্থী, পর্যটক থেকে...

মোদির কর্মসূচির আমন্ত্রণ পত্রে ‘বিরোধী দলনেতা’ শুভেন্দু-শমীক দুজনেই!

বাংলায় ভোটের আগে রাজনীতি করতে প্রায় দেড় যুগ আগে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষিত রেল প্রকল্পের...

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...
Exit mobile version