Monday, August 25, 2025

Sayani: ত্রিপুরার আঁচ কলকাতায়, সায়নীর গ্রেফতারের প্রতিবাদে বিজেপির সদর দফতরের সামনে বিক্ষোভ তৃণমূলের 

Date:

(প্ল্যাকার্ড হাতে অবস্থান বিক্ষোভ তৃণমূলের )

ত্রিপুরায় বারবার আক্রান্ত তৃণমূল। বিজেপির দলদাস পুলিশ অন্যায়ভাবে হেনস্থা করছে তৃণমূলের (Tmc) শীর্ষ নেতৃত্বকে। তা চরমে ওঠে রবিবার তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষের গ্রেফতারে। শুধু তাই নয়, থানার মধ্যে দফায় দফায় বিজেপির গুন্ডা বাহিনীর হাতে আক্রান্ত হন তৃণমূল নেতৃত্বে। এর প্রতিবাদে সোমবার সকালে কলকাতায় বিজেপির (Bjp) সদর দফতর 6 নম্বর মুরলীধর সেন লেনের সামনে বিক্ষোভ দেখান তৃণমূলের নেতা-কর্মীরা। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি হতে স্লোগান দেন তাঁরা।

আন্দোলনরত তৃণমূল নেতা বলেন, বাংলার গণতন্ত্র রয়েছে। সেই কারণেই বিজেপি পার্টি অফিস রয়েছে। তৃণমূল গণতন্ত্রে বিশ্বাসী। তারা দখলদারি করে না। তৃণমূলের অভিযোগ, সায়নী ঘোষের (Sayani Ghosh) বিরুদ্ধে বিপ্লব দেবের নির্দেশে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা বানচাল করতেই এই চক্রান্ত।

ইতিমধ্যেই ত্রিপুরা পৌঁছছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যাওয়ার আগে অভিষেক বলেন, ত্রিপুরায় জঙ্গলরাজ চলছে। আইন শৃঙ্খলা নেই। আক্রান্ত সংবাদমাধ্যমও। “আমাকে মিছিল করার অনুমতি দেয়নি পুলিশ। আমরা মাথা নত করব না।” আন্দোলনের আঁচ পৌঁছেছে দিল্লিতেও। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করার সময় না পেয়ে নর্থ ব্লকের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল সাংসদরা।

 

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version