Thursday, May 15, 2025

ব্যাপক সংঘর্ষ দুবরাজপুরে (Dubarajpur)। জখম হয়েছেন একাধিক। শান্ত বাংলাকে অশান্ত করার জন্য চক্রান্ত শুরু করেছে বিজেপি (BJP)। এলাকার বিজেপির বিধায়ক ক্রমশ মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে মানুষকে ভুল বুঝিয়ে অশান্তি সৃষ্টি করছেন। দুবরাজপুর (Dubarajpur) বিধানসভার পদুমা গ্রাম পঞ্চায়েতের গাড়াঁ গ্রামে বাংলা আবাস যোজনার বাড়ি বিলি নিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষের মাঝে পড়ে সাত জন গ্রামবাসী গুরুতর জখম হয়।

মঙ্গলবার সকালে দুবরাজপুর বিডিও অফিস থেকে সরকারি আধিকারিক যায় বাড়ির নাম নথিভুক্ত করতে। সেসময় বেশ কয়েকজন যুবক দাবি করে তাদের আগে বাড়ি দিতে হবে। সে সময় উপস্থিত অন্যান্য গ্রামবাসীরা তীব্র বিরোধিতা করে।  এরপর দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একে অপরকে লক্ষ্য করে ইট, বোমা ছোড়ে, এমনকি গুলি চালানো হয় বলে এলাকাবাসীদের দাবি।

আরও পড়ুন: Sudip Roy Barman: সিপিএমের গুন্ডাদের নিয়ে রাজ্য চালাচ্ছে বিপ্লব দেব, বিস্ফোরক সুদীপ রায় বর্মন

ঘটনার খবর পেয়ে দুবরাজপুর থেকে বিশাল পুলিশ (Police) বাহিনী গ্রামে যায়  পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় (Malay Mukherjee) বলেন , “ঘটনার খবর পেয়েছি। পুলিশকে বলা হয়েছে দোষীদের অবিলম্বে গ্রেফতার করে এলাকায় শান্তি বজায় রাখতে। এই সংঘর্ষের ঘটনার পিছনে এলাকার বিজেপির বিধায়কের উস্কানি আছে কিনা সে বিষয়টি ও আমরা তদন্ত করে দেখব।”

দুবরাজপুর থানার পুলিশ সূত্রে খবর, আপাতত গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী (Police Super Nagendranath Tripathi) জানিয়েছেন , সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে ।

Related articles

সুস্থ রয়েছেন রাজ্যপাল, ফিরলেন রাজভবনে

অস্ত্রোপচারের পর একেবারে সুস্থ রয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। রক্তে অক্সিজেনের মাত্রা, রক্তচাপ, শর্করার...

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই পুলওয়ামায়, এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী

জম্মু ও কাশ্মীরে পরপর দুটি এনকাউন্টার নিরাপত্তা বাহিনীর। ৪৮ ঘণ্টার ব্যবধানে বৃহস্পতিবার ভোর থেকে জঙ্গিদের সঙ্গে ফের শুরু...

প্রয়াত হলেন তেহট্টের তৃণমূল বিধায়ক, রাজনীতিতে শোকের ছায়া

প্রয়াত হলেন তেহট্টের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস সাহা (Tapas Saha)। ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোক আক্রান্ত হয়েছিলেন। হয়েছিল ব্রেন...

জঙ্গিদের শহিদের মর্যাদার পর এবার ক্ষতিপূরণ! মসুদকে ১৪ কোটি, এরপরেও IMF-এর অর্থ সাহায্য

পাকিস্তান (Pakistan) সরকারের ছাতার তলায় যে জঙ্গিরা রয়েছে তার প্রমাণ আবারও মিলল। অপারেশন সিন্দুরে ভারত শতাধিক জঙ্গিকে নিকেশ...
Exit mobile version