Derby: ডার্বির প্রস্তুতি শুরু বাগান ব্রিগেডে, ডার্বি জিততে মরিয়া প্রীতম, অমরিন্দররা

'ডার্বির গুরুত্ব যে সমর্থকদের কাছে কতটা, সেটা বঙ্গসন্তান হওয়ার জন্য ভাল করেই জানি।'

বেজে গিয়েছে ডার্বির (Derby)দামামা। হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরই ডার্বি। আর সেই ডার্বির প্রস্তুতি শুরু করে দিল এটিকে মোহনবাগান ( Atk MohunBagan)। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় অতীত। সবুজ-মেরুন শিবির বরং আসন্ন বড় ম্যাচের দিকেই ফোকাস করছে। কেরল ম্যাচের পর শনিবার গোটা দলকে বিশ্রাম দিয়েছিলেন কোচ আন্তোনিও হাবাস। রবিবার ছিল রিকভারি সেশন। রাতে এসসি ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসি ম্যাচ টিভির পর্দায় দেখেছেন প্রীতম কোটাল, অমরিন্দর সিংরা। আর  সোমবার থেকেই পুরোদমে ডার্বির প্রস্তুতি শুরু করে দিয়েছে এটিকে মোহনবাগান। সবুজ-মেরুনের বহু যুদ্ধের নায়ক তথা টিমের অন্যতম অধিনায়ক প্রীতম যেভাবেই হোক শনিবারের ডার্বি ম্যাচটা জিততে চান। ডার্বি নিয়ে প্রীতম বলেন, ‘‘ডার্বির গুরুত্ব যে সমর্থকদের কাছে কতটা, সেটা বঙ্গসন্তান হওয়ার জন্য ভাল করেই জানি। কেরালা ম্যাচের ভুলগুলো যাতে শনিবার না হয়, সেদিকে বাড়তি নজর দিচ্ছি।’’

হাবাসের রক্ষণের অন্যতম স্তম্ভ এর সঙ্গে আরও যোগ করেছেন, ‘‘ইস্টবেঙ্গলের ম্যাচটা কাল দেখলাম। ওদের সাত নম্বর প্লেয়ার পেরোসেভিচকে বেশ ভাল লেগেছে। ড্র করলেও ওরা কিন্তু খারাপ খেলেনি। তবে আগেরবার আমরা দুটো ডার্বি ম্যাচই জিতেছিলাম। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখতে আমরা সবাই মরিয়া।’’

এদিকে, এই প্রথমবার কলকাতা ডার্বি খেলবেন। উত্তেজিত অমরিন্দর সিং। বাগানের এক নম্বর গোলরক্ষক কোনও রাখঢাক না করেই বলছেন, ‘‘এশীয় ফুটবলে কলকাতা ডার্বি অন্যতম বড় ম্যাচ। সবুজ-মেরুন জার্সি গায়ে প্রথমবার এই ম্যাচ খেলব, এটা ভেবেই আমি উত্তেজনায় ফুটছি। মাঠে নেমে সেরাটাই দেব। তবে ইস্টবেঙ্গলকে খাটো করে দেখছি না। শনিবার হাড্ডাহাড্ডি লড়াই হবে।’’

আরও পড়ুন:Bcci: শ্রেয়সের তাসের জাদুতে অবাক সিরাজ, ভিডিও পোস্ট বিসিসিআইয়ের

Previous articleBcci: শ্রেয়সের তাসের জাদুতে অবাক সিরাজ, ভিডিও পোস্ট বিসিসিআইয়ের
Next articleSupreme Court: পুরভোটে নিরাপত্তার কী ব্যবস্থা? দেড় ঘণ্টার মধ্যে ত্রিপুরা সরকারকে জানাতে বলল সুপ্রিম কোর্ট