Wednesday, August 27, 2025

সন্তোষ ট্রফির ( Santosh Trophy) প্রথম ম‍্যাচে ছত্তীসগঢ়কে হারিয়ে, বৃহস্পতিবার মরণ-বাঁচন ম্যাচে নামছে বাংলা ( Bengal)। সন্তোষ ট্রফির যোগ্যতা অর্জন পর্বে গ্রুপের শেষ ম্যাচে বৃহস্পতিবার বাংলার প্রতিপক্ষ সিকিম। কল্যাণী স্টেডিয়ামে দুপুরে হতে চলেছে এই ম‍্যাচ।

বাংলা ও সিকিম দুই দলের সামনেই সুযোগ সন্তোষের মূলপর্বে খেলার। দু’টি দলই তাদের প্রথম ম্যাচে একই ব্যবধানে (২-০) ছত্তিশগড়কে হারিয়েছে। ফলে বৃহস্পতিবার বাংলাকে জিততেই হবে সিকিমের বিরুদ্ধে। গ্রুপ থেকে একটি দলই মূলপর্বে খেলবে। তাই ৯০ মিনিটে খেলা অমীমাংসিতভাবে শেষ হলে সরাসরি টাইব্রেকারে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারিত হবে।

বুধবার বাংলা দলের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ফুটবলারদের দায়িত্ব বুঝিয়ে দিলেন কোচ রঞ্জন ভট্টাচার্য। দলে কোনও চোট সমস্যা নেই। সবাই খেলার জন্য তৈরি। এটা বাংলা শিবিরের জন্য সবচেয়ে ইতিবাচক দিক। যদিও চূড়ান্ত একাদশ ম্যাচের আগে বাছবেন কোচ। বুধবার বাংলার অনুশীলনে এসে বাসুদেব মান্ডি, সুকুরাম সর্দার, মহীতোষ রায়দের উৎসাহ দিয়ে যান আইএফএ-র টেকনিক্যাল কমিটির সদস্যরা। আত্মবিশ্বাসী বাংলার কোচ রঞ্জন বলেন, “আমার ফুটবলারদের ওপর কোনও বাড়তি চাপ নেই। সিকিমের দুর্বলতা আমরা জানি। তাই এই ম্যাচ আমরা ভালভাবেই জিতব আশা রাখি। টাইব্রেকারে নয়, ৯০ মিনিটেই ম্যাচ শেষ করতে চাই। ছেলেরা আমাকে কথা দিয়েছে জিতেই মাঠ ছাড়বে।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version