Friday, November 7, 2025

BJP: বড়সড় রদবদলের অপেক্ষায় বঙ্গ বিজেপি, নতুন কমিটির ঘোষণা শীঘ্রই

Date:

দিলীপ ঘোষের পর রাজ্য বিজেপির দায়িত্ব পেয়েছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। গত ২০ সেপ্টেম্বর রাজ্য বিজেপির সভাপতি পদের দায়িত্ব পান সুকান্ত মজুমদার। তার পর দু’মাস পার হয়ে গেলেও নতুন রাজ্য কমিটি ঘোষণা হয়নি। নতুন কমিটিতে কারা জায়গা পেতে পারেন তা নিয়ে দীর্ঘ দিন ধরেই জল্পনা চলছে। গেরুয়া শিবির সূত্রে খবর, কিছু দিনের মধ্যেই সব জল্পনার ইতি হতে পারে। এখন দিল্লি সফরে রয়েছেন সুকান্ত। গিয়েছেন দলের সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীও। মূলত নতুন রাজ্য কমিটি চূড়ান্ত করার লক্ষ্যেই রাজ্য সভাপতির দিল্লি সফর। খবর, নতুন কমিটিতে প্রাধান্য পেতে পারেন মহিলা এবং যুবরা।

এই প্রসঙ্গে বুধবার দিল্লিতে সুকান্ত মজুমদার জানিয়েছেন, “আগামী মাসের শুরুর দিকেই কমিটি ঘোষণা করা হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে মহিলারা থাকবেন।” আগের মতো ১২ জন সহ-সভাপতি, ৫ জন সাধারণ সম্পাদক, ১২ জন সম্পাদক, একজন কোষাধ্যক্ষ থাকবেন কমিটিতে (BJP State Committee)। এছাড়াও আরও খবর, বিজেপিতে পুরনোদের মতোই অন্য দল থেকে যাঁরা এসেছেন, তাঁদেরকেও সমান গুরুত্ব দেওয়া হবে। কর্মদক্ষতা অনুযায়ী নতুন ও পুরনোদের মধ্যে ভারসাম্য আনা হতে পারে। তবে তালিকায় আরএসএস অনুগামীরা বাড়তি গুরুত্ব পেতে পারেন বলে জানা গিয়েছে। এবারের নতুন রাজ্য কমিটিতে থাকতে পারেন ৩০-এর আশপাশে প্রতিনিধি। এঁদের মধ্যে মহিলা প্রতিনিধির সংখ্যা ৮-এর আশপাশে হতে পারে বলে জানা গিয়েছে। চলতি সপ্তাহেই শুক্রবারের পরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে একপ্রস্থ বৈঠক করবেন সুকান্ত। সেই বৈঠকের পরেই নতুন রাজ্য কমিটির নামের তালিকায় চূড়ান্ত সিলমোহর দেওয়া হবে।

আরও পড়ুন- Bangla Pokkho: এবার আত্মপ্রকাশ করতে চলেছে বাংলা পক্ষের মুখপত্র ‘বাংলা পক্ষ বার্তা’

Related articles

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...
Exit mobile version