কলকাতার SSKM হাসপাতালে নিয়ে আসা হল আগরতলার জখম তৃণমূল প্রার্থী তপন বিশ্বাসকে

তপন বিশ্বাস তাঁর ভোট দিতে গেলে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বুথের মধ্যেই হামলা চালায়

ত্রিপুরার (Tripura) আগরতলা পুরসভার (Agartala Corporation Election) ৫১ নম্বর ওয়ার্ডের আহত তৃণমূল (TMC) প্রার্থী তপন বিশ্বাসে (Tapan Biswas) কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালে ভর্তি করা হচ্ছে। ত্রিপুরার অন্যতম দায়িত্ব প্রাপ্ত তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) সঙ্গে কলকাতায় এলেন বিজেপি (BJP) আশ্রিত দুষ্কৃতীদের হামলায় আহত হওয়া তপন বিশ্বাস। তাঁকে এসএসকেএম-এর ট্রমা কেয়ার নিয়ে ভর্তি করা হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার গেরুয়া সন্ত্রাসের আবহে আগরতলা সহ ত্রিপুরার একাধিক শহরের পুরভোট ছিল। যেখানে তৃণমূলের ৫১ নম্বর ওয়ার্ডের প্রার্থী তপন বিশ্বাস তাঁর ভোট দিতে গেলে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বুথের মধ্যেই হামলা চালায়। তাঁকে ভোট দানে বাধা দেওয়ার জন্য নির্মমভাবে মারধর করা হয়। তাঁর দুই চোখ গুরুতর ক্ষতিগ্রস্থ হয়।

 

Previous articleConstitution Day: সংবিধান দিবসের শুভেচ্ছা জানিয়ে টুইট মমতা-অভিষেকের
Next articleConstitution Day: আজ ভারতের ‘সংবিধান দিবস’, জানেন এর তাৎপর্য কতটা?