Friday, May 23, 2025

শুক্রবার ঘোষণা করা হয়েছে আসন্ন কলকাতা পুরসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা। ভবানীপুর বিধানসভার ৭৩ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের প্রার্থী করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়কে। প্রার্থী হয়েই শনিবার প্রচারে নেমে পড়লেন কাজরী, সারলেন জনসংযোগ।

নেত্রীর পাশে থেকে নির্বাচন দেখেছেন। এবার সেই চেনা মাঠে কাজরী বন্দ্যোপাধ্যায়। তবে প্রচারে ১০০ শতাংশ দিতে চান মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ। বহুবছর কাছ থেকে দেখেছেন নেত্রীর লড়াই। দেখেছেন দলের খারাপ সময়। সিপিএমের ভয়ানক সন্ত্রাস মোকাবিলা করে দলকে কীভাবে ক্ষমতায় এনেছেন দলনেত্রী। আড়ালে থেকেছেন। কোনওদিন প্রচারে আসতে চাননি। এবারের কলকাতা পুরভোটে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ভোটের ময়দানে নামতে নির্দেশ দিয়েছেন।

ভবানীপুরের ৭৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায় শনিবার সকাল থেকেই প্রচারে। প্রথম দিনেই ওয়ার্ডের বেশ খানিকটা চষে ফেললেন। সঙ্গে কর্মী-সমর্থকরা। আর ছিলেন কাজরীর স্বামী জয়হিন্দ বাহিনীর সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোট হয়েছে। স্বয়ং দলনেত্রী প্রার্থী ছিলেন। সদ্য সেই ভোট পেরিয়ে আসায় বরং সুবিধেই হয়েছে। প্রচার করতে করতেই কাজরী বললেন, নির্বাচন তাঁর কাছে নতুন কিছু নয়। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে সবটাই চেনা-জানা। নিজে প্রথম ভোটের ময়দানে, এটুকু বাদ দিলে সবটা একই আছে। ৭৩ নম্বর ওয়ার্ডে সমস্যা খুব একটা কিছু নেই। কাজরীর কথায়, চেনা মাঠ বলে ঢিলেমি দেওয়ার কোনও প্রশ্নই নেই। ৭৩ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি মানুষের কাছেই তিনি পৌঁছবেন।

আরও পড়ুন- Congress: কলকাতা পুরভোটে প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেসের, প্রশ্নের মুখে বামেদের জোট-বার্তা

Related articles

বাংলার উপকূলীয় দুর্যোগ নিয়ে টোকিওতে কেইও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সঙ্গে আলোচনায় অভিষেক

অপারেশন সিন্দুরের সাফল্য এবং সন্ত্রাস বিরোধী অভিযানে ভারতের অবস্থান বিশ্বের সামনে তুলে ধরতে জাপানে পৌঁছে গেছে দেশের প্রতিনিধি...

সেনা-বিএনপির চাপ, এবার পদত্যাগের ইচ্ছাপ্রকাশ ইউনূসের!

পদ্মাপাড়ে ফের পালাবদলের ইঙ্গিত? এবার নাকি পদত্যাগ করতে চলেছেন বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূস (Muhammad...

‘দেশদ্রোহী’ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়! বিদেশি পড়ুয়াদের ভর্তিতে নিষেধাজ্ঞা ট্রাম্পের!

বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে (Harvard University) আর পড়াশুনা করতে পারবেন না বিদেশিরা। নয়া নির্দেশ ট্রাম্প প্রশাসনের (Donald...

ক্যালিফোর্নিয়ায় বিমান দুর্ঘটনা, রাস্তায় আছড়ে পড়ল প্লেন! একাধিকের মৃত্যুর আশঙ্কা

আকাশ থেকে বিমান হুড়মুড়িয়ে আছড়ে পড়লো রাস্তায়। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে বিমান থেকে জ্বালানির অংশ ছিটকে...
Exit mobile version