Friday, May 23, 2025

শুক্রবার ঘোষণা করা হয়েছে আসন্ন কলকাতা পুরসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা। ভবানীপুর বিধানসভার ৭৩ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের প্রার্থী করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়কে। প্রার্থী হয়েই শনিবার প্রচারে নেমে পড়লেন কাজরী, সারলেন জনসংযোগ।

নেত্রীর পাশে থেকে নির্বাচন দেখেছেন। এবার সেই চেনা মাঠে কাজরী বন্দ্যোপাধ্যায়। তবে প্রচারে ১০০ শতাংশ দিতে চান মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ। বহুবছর কাছ থেকে দেখেছেন নেত্রীর লড়াই। দেখেছেন দলের খারাপ সময়। সিপিএমের ভয়ানক সন্ত্রাস মোকাবিলা করে দলকে কীভাবে ক্ষমতায় এনেছেন দলনেত্রী। আড়ালে থেকেছেন। কোনওদিন প্রচারে আসতে চাননি। এবারের কলকাতা পুরভোটে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ভোটের ময়দানে নামতে নির্দেশ দিয়েছেন।

ভবানীপুরের ৭৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায় শনিবার সকাল থেকেই প্রচারে। প্রথম দিনেই ওয়ার্ডের বেশ খানিকটা চষে ফেললেন। সঙ্গে কর্মী-সমর্থকরা। আর ছিলেন কাজরীর স্বামী জয়হিন্দ বাহিনীর সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোট হয়েছে। স্বয়ং দলনেত্রী প্রার্থী ছিলেন। সদ্য সেই ভোট পেরিয়ে আসায় বরং সুবিধেই হয়েছে। প্রচার করতে করতেই কাজরী বললেন, নির্বাচন তাঁর কাছে নতুন কিছু নয়। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে সবটাই চেনা-জানা। নিজে প্রথম ভোটের ময়দানে, এটুকু বাদ দিলে সবটা একই আছে। ৭৩ নম্বর ওয়ার্ডে সমস্যা খুব একটা কিছু নেই। কাজরীর কথায়, চেনা মাঠ বলে ঢিলেমি দেওয়ার কোনও প্রশ্নই নেই। ৭৩ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি মানুষের কাছেই তিনি পৌঁছবেন।

আরও পড়ুন- Congress: কলকাতা পুরভোটে প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেসের, প্রশ্নের মুখে বামেদের জোট-বার্তা

Related articles

একজন মানুষের মৃত্যু হল ৩০ বার! মধ্যপ্রদেশে ১১ কোটির ‘ক্ষতিপূর্ণ’ কেলেঙ্কারি

এক জীবনে মৃত্যু কতবার আসে? মধ্যপ্রদেশে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) দৌলতে এক ব্যক্তি ৩০...

আবারও চ্যাম্পিয়ন মোহনবাগান, কালীঘাটকে হারাল সবুজ-মেরুন ব্রিগেড

জিতেই চলেছে মোহনবাগান(Mohunbagan)। ফুটবলে সাফল্যের পর ক্রিকেটেও একের পর এক সাফল্য পেয়ে চলেছে সবুজ-মেরুন ব্রিগেড। ইডেনে জেসি মুখার্জী...

BEFORE ANYONE ELSE: সর্বদলীয় প্রতিনিধিরা বিদেশ থেকে ফিরলেই সংসদে বিশেষ অধিবেশন ডাকার আবেদন মমতার

ভারত সীমান্তে পাক সন্ত্রাস ও অপারেশন সিন্দুর নিয়ে বিশ্বকে জানাতে বিদেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ৯ ভারতী সাংসদদের প্রতিনিধি দল।...

বোসের বদলে বেলা! রাজভবনে পালাবদল যেন অঞ্জনের গান

দীর্ঘদিন ধরে অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। এবার কী সেই সূত্রে বদল হতে চলেছে...
Exit mobile version