Friday, December 19, 2025

মোদি সরকারের টুইটে নয়ডা এয়ারপোর্টের ছবি , চিন বলল ওটা বেজিং!

Date:

Share post:

ফের ছবি কেলেঙ্কারিতে জড়াল বিজেপি (BJP)৷ দলের একাধিক নেতা-মন্ত্রীরা চোখ ধাঁধানো একটি বিমানবন্দরের ছবি দেখিয়ে প্রচার করতে শুরু করেছেন, কাজ সম্পূর্ণ হওয়ার পর নয়ডার এয়ারপোর্টকে (Noida Airport) দেখতে এমনই হবে৷ কিন্তু আসলে ওটা বেজিংয়ের ড্যাক্সিং বিমানবন্দরের (Beijing Daxing International Airport) ছবি৷

এ নিয়ে হাসাহাসি, ট্রোলিং (Trolling) শুরু হয়ে গিয়েছে সোশাল মিডিয়ায়৷ চিনের (China) সরকারি মিডিয়াও বিজেপি নেতা-মন্ত্রীদের কটাক্ষ করতে ছাড়েনি৷ কেন্দ্রের শাসক দলকে আক্রমণ করেছে কংগ্রেসও৷ দলের প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়গের টুইট, বিজেপি এখন বেজিং জনতা পার্টিতে পরিণত হয়েছে৷

গত ২৫ নভেম্বর উত্তরপ্রদেশের জেওয়ারে নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ২০২৪ সালে কাজ শেষ হওয়ার পর এটিই হবে এশিয়ার সবচেয়ে বড় এয়ারপোর্ট৷ এই এয়ারপোর্টকে হাতিয়ার করে মোদি সরকারের উন্নয়নের ঢ্যাঁড়া পেটাতে ময়দানে নেমে পড়েন বিজেপির নেতা-মন্ত্রীরা৷
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর টুইটে লেখেন, ‘এশিয়ার সর্ববৃহৎ এয়ারপোর্ট তৈরি হতে চলেছে নয়ডায়৷ এর মাধ্যমে দেশে ৩৫ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে৷ এক লক্ষ লোকের কর্মসংস্থান হবে৷’

অনুরাগ ঠাকুর ছাড়া কেন্দ্রের একাধিক মন্ত্রী ও বিজেপি নেতা ওই ছবি-সহ টুইট করেন৷ কিন্তু ওটা যে আসলে বেজিং এয়ারপোর্টের ছবি সেটা জানাজানি হতে বেশি সময় লাগেনি৷
তার পরই আবার মুখ পোড়ে বিজেপির৷ সঙ্গে মাথা হেঁট হয় ভারতের৷ চিনা সরকারি মিডিয়া গ্লোবাল টাইমসের এক আধিকারিক টুইট করে জানান, ‘বেজিং ড্যাক্সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ছবি দেখিয়ে ভারত সরকার তাদের উন্নয়নের প্রমাণ দিচ্ছে৷ এছাড়া দেখানো হয়েছে দক্ষিণ কোরিয়ার বিমানবন্দরের ছবি৷ এই ঘটনায় আমরা স্তম্ভিত৷’ জানা গিয়েছে, বেজিংয়ের এয়ারপোর্টটি ২০১৯ সালে তৈরি হয়েছে৷ মেগা প্রজেক্টের জন্য খরচ হয় ১৭.৪৭ বিলিয়ন ডলার৷ চিনের টুইটের পরই ভারতের নেটিজেনদের রোষে পড়েন বিজেপির নেতা-মন্ত্রীরা৷
ঘটনাটিকে লজ্জাজনক বলে টুইটারাইটরা অনেকেই জানান, ভারত ও উত্তরপ্রদেশের জন্য জেওয়ার এয়ারপোর্ট গুরুত্বপূর্ণ প্রজেক্ট৷ পড়শি দেশের বিমানবন্দরের ছবি ধার করে ভারতকে উপহাসের পাত্র করে তুলেছে বিজেপি৷

spot_img

Related articles

ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা, কমিশনকে নিশানা ব্রাত্যর

শিক্ষকদের বিএলওর কাজে যুক্ত করে পঠন-পাঠনে এমনিই ব্যাঘাত সৃষ্টি করেছে নির্বাচন কমিশন। এদিকে, সামনেই মাধ্যমিক পরীক্ষা। তাই ওই...

দু-মলাটে প্রকাশ হল তৃণমূল সরকারের দেড় দশকের রিপোর্ট কার্ড ‘উন্নয়নের পাঁচালি’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উদ্বোধন করেছিলেন আগেই। শুক্রবার বই আকারে প্রকাশিত হল তৃণমূল সরকারের (TMC Government) দেড়...

৬০ কোটির কেলেঙ্কারির ঝামেলায় আবারও নাম জুড়লো শিল্পা শেট্টির

শিল্পা শেট্টির বাড়িতে তল্লাশি! ৬০ কোটির কেলেঙ্কারির অভিযোগে ক্ষুব্ধ অভিনেত্রী বললেন, “আমি নির্দোষ”। ৬০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির...

একসঙ্গে মাধ্যমিক পরীক্ষা ও ভোটার তালিকা সংশোধন চললে সমস্যা: কমিশনকে চিঠি পর্ষদের

মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে আয়োজনের স্বার্থে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার কাজের সময়সূচি ও দায়িত্ব বণ্টন নিয়ে নির্বাচন...