Wednesday, May 7, 2025

অন্যদের সঙ্গে পার্থক্য আছে তৃণমূলের, তবে সংসদে বিরোধী ঐক্য থাকবে: কংগ্রেসকে তোপ ডেরেকের

Date:

Share post:

লোকসভা নির্বাচনকে নজরে রেখে দেশজুড়ে সংগঠন ছড়িয়ে দিতে শুরু করেছে তৃণমূল(TMC)। জাতীয় রাজনীতিতে কংগ্রেসের বহু নেতা যোগ দিয়েছেন তৃণমূল শিবিরে। ফলে তৃণমূল বনাম কংগ্রেসের সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে বিজেপি বিরোধী জোটে এই দুই দল একে অপরের পাশে থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শীতকালীন অধিবেশনের আগে সোমবার বিরোধী দলগুলোকে বৈঠকে ডেকেছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে(Mallikarjun Kharge)। সেখানে তৃণমূল উপস্থিত থাকবেন না বলে জানিয়ে দিয়েছে। তৃণমূলের এই সিদ্ধান্তে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী(Adhir Chaudhary) নাম না করে কটাক্ষ করেছেন। তার সেই কটাক্ষের পাল্টা দিতে ছাড়লেন না তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন(Derek O’Brien)।

কংগ্রেসের ডাকা বৈঠকে তৃণমূল থাকবে না বলে তৃণমূলের তরফে জানানো পর, কংগ্রেস নেতা অধীর চৌধুরী তৃণমূলকে কটাক্ষ করে বলেন, “কোনও কোনও বিরোধী দল এমনও আছে, প্রকাশ্যে হয়তো তারা বিরোধী, কিন্তু আসলে তারা সরকারপক্ষের সঙ্গেই রয়েছে। সরকারের সঙ্গে সংঘাতের পরিবেশ তৈরি হলে তারা সরে দাঁড়ায়। কিন্তু কংগ্রেস এমন করে না।” এরপরই অধীরের নাম না করে পাল্টা ডেরেক টুইটে লেখেন, “সংসদে বিরোধী ঐক্য থাকবে। সাধারণ বিষয়গুলো বিরোধীদের ঐক্যবদ্ধ করবে।” তবে অন্য বিরোধীদের সঙ্গে তৃণমূলের যে পার্থক্য রয়েছে, তা-ও বুঝিয়ে দিয়েছেন তিনি। ডেরেকের কথায়, “একটা বিষয় উল্লেখ করতে হবে যে আরজেডি, ডিএমকে, সিপিআই এবং সিপিএম— এরা সকলেই কংগ্রেসের নির্বাচনী সহযোগী। এনসিপি-শিবসেনা এবং ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা কংগ্রেসের সঙ্গে জোট করে সরকার চালায়। কিন্তু তারা আমাদের নির্বাচনী সহযোগী নয় এবং আমরা তাদের সঙ্গে সরকারও চালাই না। এটাই হল পার্থক্য।”

আরও পড়ুন:Suman Paul: অবাধ ভোট হলে বোর্ড গড়ত তৃণমূল, ত্রিপুরায় জয়ের পর দাবি সুমনের

অর্থাৎ এদিন তৃণমূলের তরফে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে, কংগ্রেসের সঙ্গে তৃণমূল কোনরকম দেওয়া-নেওয়ার রাজনীতিতে নেই। এবং কংগ্রেসের উপর তারা নির্ভরশীল নয়। তবে বিজেপি বিরোধিতার প্রশ্ন যখন উঠবে সেখানে তৃণমূল অবিচল।

 

spot_img

Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...