Sunday, December 28, 2025

Omicron: উদ্বেগের কারণ ওমিক্রন! কী জানাচ্ছেন এই চিকিৎসক

Date:

Share post:

উদ্বেগের কারণ করোনার নয়া রূপ ওমিক্রন (Omicron)। কোভিডের (COVID-19) নয়া প্রজাতি রুখতে নিউ ইয়র্কে (New York) ৩ ডিসেম্বর থেকে জারি হতে চলেছে জরুরি অবস্থা।

ওমিক্রন সম্পর্কে কী বলছেন চিকিৎসক অর্জুন দাশগুপ্ত?

তিনি বলেন,”নতুন করোনাভাইরাসের ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। তার নাম দেওয়া হয়েছে ওমিক্রন। হু ইতিমধ্যে বলেছে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন। ডেল্টার পর এটি উদ্বেগের কারণ বলে জানা যাচ্ছে। এটি পাওয়া গিয়েছে দক্ষিণ আফ্রিকায়। আরও ৭ টি দেশে পাওয়া গিয়েছে। একজন রোগী বিমানে করে হংকং-এ ফিরেছেন। ফলে ওখানেও কিছু আক্রান্ত পাওয়া গিয়েছে। এই নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সারা বিশ্বে তোলপাড় চলছে। এই কারণে আমেরিকা এবং ব্রিটেন ৭ টি দেশ থেকে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে। ওমিক্রন দ্রত ছড়াতে পারে বলে আগেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। বাতাসে ছড়াতে পারে বলেও শোনা গিয়েছে। যারা ভ্যাকসিন নিয়েছেন তারাও এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন। করোনাভাইরাসের এই প্রজাতি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছে। আশার কথা একটাই যে, দক্ষিণ আফ্রিকার মেডিক্যাল অ্যাসোসিয়েশন সাংবাদিক বৈঠক করে জানিয়েছে, এক্ষুনি দুশ্চিন্তার কোনও কারণ নেই। তারা জানিয়েছে, যারা এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে এর উপসর্গ ছিল অত্যন্ত মৃদু। চিন্তার বিশেষ কারণ নেই। সতর্ক থাকতে হবে। হু এখনও পর্যন্ত কোনও বিশেষ অ্যাডভাইজরি জারি করেনি। ”

আরও পড়ুন-Parliament Winter Session:অধিবেশনের শুরুতেই কৃষি আইন নিয়ে আলোচনার দাবিতে উত্তাল সংসদ

করোনার নতুন প্রজাতি প্রসঙ্গে নয়াদিল্লি এইমসের (AIIMS) সেন্টার ফর কমিউনিটি মেডিসিনের চিকিৎসক সঞ্জয় রাই বলেন, ‘‘নতুন রূপ সম্পর্কে আমরা এখনও বিশেষ কিছু জানি না। অপেক্ষা করতে হবে। এমন সম্ভাবনা রয়েছে যে, টিকাকরণে শরীরে তৈরি হওয়া প্রতিরোধ ক্ষমতা হয়তো এই রূপকে রুখতে পারবে না। তা হয়ে থাকলে বিষয়টি গুরুতর।’’

ওমিক্রন (Omicron) নামক করোনা প্রজাতিকে ডেল্টার (Delta) পর ‘সবচেয়ে উদ্বেগজনক’ আখ্যা দেওয়া হয়েছে। দ্রুত সংক্রমণ ছড়ানোর ক্ষমতার কারণেই বি.১.১.৫২৯ প্রজাতিকে বিপজ্জনক বলে মনে করা হচ্ছে। এর জেরে দেশগুলি বিমান ভ্রমণ বন্ধ করার পথে হাঁটতে শুরু করেছে।

spot_img

Related articles

সোমে দুর্গা অঙ্গনের শিলান্যাস অনুষ্ঠান, জোরকদমে ভিতপুজোর প্রস্তুতি 

দুর্গাপুজো (Durga Puja) বাংলা বাঙালির ঐতিহ্য আর সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই উৎসব ইউনেস্কোর ‘ওয়ার্ল্ড ইনট্যানজিবেল হেরিটেজ’ তকমা...

এসআইআর শুনানিতে সাংসদের পরিবারকে তলব! নির্বাচন কমিশন–বিজেপির বিরুদ্ধে তোপ কাকলির

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক উত্তেজনা! খসড়া ভোটার তালিকায় নাম না থাকায় লোকসভায় তৃণমূল...

এসআইআর শুনানি শুরু হতেই সিইও দফতরে কড়া নিরাপত্তা, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার শুনানি পর্বের প্রথম দিনেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে কেন্দ্রীয় বাহিনী...

যুব বিশ্বকাপের দলে বৈভব, ১৪ বছরেই পেলেন অধিনায়কত্বের দায়িত্ব

যুব বিশ্বকাপের জন্য ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করল বিসিসিআই। প্রত্যাশা মতোই যুব বিশ্বকাপের দলে সুযোগ পেলেন বৈভব সূর্যবংশী...