Wednesday, May 14, 2025

রেকর্ড, সপ্তমবার ব্যালন ডি’অর ( Ballon d’Or) জিতলেন লিওনেল মেসি ( Lionel Messi)। সোমবার রাতে রবার্ট লেওয়ানডস্কিকে পিছনে ফেলে ব‍্যালন ডি’অর খেতাব জয় করলেন আর্জেন্তাইন সুপারস্টার। মেসি ব‍্যালন ডি’অর জিতেছেন ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯ এবং ২০২১ সালে। ৬১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে শেষ করেন মেসি। তাঁর পরেই ৫৮০ পয়েন্ট নিয়ে শেষ করেন বায়ার্ন মিউনিখ এবং পোল্যান্ডের স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি।

এমনটা যেন হওয়ারই ছিল। দুর্ধর্ষ রেকর্ড ও ফর্মে থাকা রবার্ট লেওয়ানডস্কিকে টপকে রেকর্ড সপ্তমবারের জন্য ব্যালন ডি’অর খেতাব জিতলেন মেসি। কোপ আমেরিকা জয়ের সুবাদে ব‍্যালন ডি’অর খেতাব জয় আর্জেন্তাইন সুপারস্টারের।

ব‍্যালন ডি’অর খেতাব জয়ের পর মেসি বলেন,”আমি রবার্টকে বলতে চাই যে এটি আপনার প্রতিদ্বন্দ্বী হওয়া একটি সম্মানের বিষয়, এবং সবাই বলবে যে আপনি গত বছর এটি জয়ের যোগ্য ছিলেন। আমি এখানে এসে খুব খুশি, নতুন ট্রফির জন্য লড়াই চালিয়ে যেতে পেরে খুশি। আমি জানি না আমার আর কত বছর রয়েছে, তবে আমি আরও অনেক বছর আশা করছি। আমি বার্সেলোনার প্রাক্তন সতীর্থ এবং আর্জেন্তিনায় আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই।”

এদিকে মহিলা ব্যালন ডি’অর পুরষ্কার পেয়েছেন এফসি বার্সিলোনা ফেমেনির অধিনায়িকা অ্যালেক্সিয়া পুতেয়াস। বার্সার হয়ে লা-লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন পুতেয়াস। ৪২ ম্যাচে ২৬ গোল করেছেন এবং উয়েফা বর্ষসেরা মহিলা খেলোয়াড় হয়েছেন তিনি।

এদিকে ব্যালন ডি’অর না পেলেও সান্ত্বনা পুরষ্কার হিসেবে বর্ষসেরা স্ট্রাইকারের পুরষ্কার পেয়েছেন রবার্ট লেওয়ানডস্কি। এছাড়া লেভ ইয়াশিন ট্রফি হিসেবে সেরা গোলরক্ষকের খেতাব জিতেছেন ইউরো কাপ জেতা ইতালিয় ফুটবলার জিয়ানলুইগি ডোনারুম্মা। আর সেরা যুব ফুটবলার হিসেবে কোপা ট্রফির সম্মান পেয়েছেন এফসি বার্সিলোনার পেদ্রি।

আরও পড়ুন:Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

সোফিয়াকে ‘জঙ্গিদের বোন’ সম্বোধন, বিজেপির ধর্মান্ধতার বিরুদ্ধে গর্জে উঠল তৃণমূল

বিজেপির(BJP) মেকি দেশভক্তির মুখোশ খসে পড়ল ফের একবার। গোটা দেশ যখন কর্নেল সোফিয়া কুরেশির(Sophia Qureshi) বীরত্বে গর্বিত, তখন...

বিরাট-রোহিতকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই

মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে টেস্ট থেকে অবসর নিয়েছেম বিরাট কোহলি(Virat Kohli) ও রোহিত শর্মা(Rohit Sharma)। তাদের সিদ্ধান্ত নিয়ে...

হরিয়ানায় বসেই সেনার তথ্য পাচার পাকিস্তানে! গ্রেফতার যুবক

দেশের সবথেকে পুরোনো এয়ারফোর্স স্টেশন হরিয়ানার আম্বালায় (Ambala)। পাকিস্তান সীমানা থেকে ২২০ কিমি দূরে হওয়ায় সরাসরি এই স্টেশনের...

স্বামীর পরকীয়া মানেই স্ত্রীর প্রতি নিষ্ঠুরতা নয়, পর্যবেক্ষণ দিল্লি আদালতের

দাম্পত্যে তৃতীয় ব্যক্তির আগমনের কারণে সম্পর্ক নষ্ট হওয়া নিয়ে প্রতিদিন কয়েকশো মামলা দায়ের হয় আদালতে। এবার স্বামীর পরকীয়া...
Exit mobile version