Thursday, August 21, 2025

রেকর্ড, সপ্তমবার ব্যালন ডি’অর ( Ballon d’Or) জিতলেন লিওনেল মেসি ( Lionel Messi)। সোমবার রাতে রবার্ট লেওয়ানডস্কিকে পিছনে ফেলে ব‍্যালন ডি’অর খেতাব জয় করলেন আর্জেন্তাইন সুপারস্টার। মেসি ব‍্যালন ডি’অর জিতেছেন ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯ এবং ২০২১ সালে। ৬১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে শেষ করেন মেসি। তাঁর পরেই ৫৮০ পয়েন্ট নিয়ে শেষ করেন বায়ার্ন মিউনিখ এবং পোল্যান্ডের স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি।

এমনটা যেন হওয়ারই ছিল। দুর্ধর্ষ রেকর্ড ও ফর্মে থাকা রবার্ট লেওয়ানডস্কিকে টপকে রেকর্ড সপ্তমবারের জন্য ব্যালন ডি’অর খেতাব জিতলেন মেসি। কোপ আমেরিকা জয়ের সুবাদে ব‍্যালন ডি’অর খেতাব জয় আর্জেন্তাইন সুপারস্টারের।

ব‍্যালন ডি’অর খেতাব জয়ের পর মেসি বলেন,”আমি রবার্টকে বলতে চাই যে এটি আপনার প্রতিদ্বন্দ্বী হওয়া একটি সম্মানের বিষয়, এবং সবাই বলবে যে আপনি গত বছর এটি জয়ের যোগ্য ছিলেন। আমি এখানে এসে খুব খুশি, নতুন ট্রফির জন্য লড়াই চালিয়ে যেতে পেরে খুশি। আমি জানি না আমার আর কত বছর রয়েছে, তবে আমি আরও অনেক বছর আশা করছি। আমি বার্সেলোনার প্রাক্তন সতীর্থ এবং আর্জেন্তিনায় আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই।”

এদিকে মহিলা ব্যালন ডি’অর পুরষ্কার পেয়েছেন এফসি বার্সিলোনা ফেমেনির অধিনায়িকা অ্যালেক্সিয়া পুতেয়াস। বার্সার হয়ে লা-লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন পুতেয়াস। ৪২ ম্যাচে ২৬ গোল করেছেন এবং উয়েফা বর্ষসেরা মহিলা খেলোয়াড় হয়েছেন তিনি।

এদিকে ব্যালন ডি’অর না পেলেও সান্ত্বনা পুরষ্কার হিসেবে বর্ষসেরা স্ট্রাইকারের পুরষ্কার পেয়েছেন রবার্ট লেওয়ানডস্কি। এছাড়া লেভ ইয়াশিন ট্রফি হিসেবে সেরা গোলরক্ষকের খেতাব জিতেছেন ইউরো কাপ জেতা ইতালিয় ফুটবলার জিয়ানলুইগি ডোনারুম্মা। আর সেরা যুব ফুটবলার হিসেবে কোপা ট্রফির সম্মান পেয়েছেন এফসি বার্সিলোনার পেদ্রি।

আরও পড়ুন:Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version