Wednesday, August 27, 2025

উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।চলতি মাসের ৩১ ডিসেম্বরের মধ্যে স্কুলগুলিকে টেস্ট পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
লিখিত পরীক্ষায় প্রতিটি বিষয়ে ৫০ নম্বর করে ধার্য করা হয়েছে। সময় ও পরীক্ষার নির্ঘণ্ট স্কুলগুলিকে তৈরি করতে বলা হয়েছে। পরীক্ষার মূল্যায়নের নম্বর স্কুলগুলিকে সংসদের পাঠানো ট্যাবুলেশন শিটে লিখে রাখতে বলা হয়েছে। সংসদ পরিস্থিতি ও প্রয়োজনে সেই নম্বর স্কুলের কাছে চেয়ে পাঠাতে পারে বলেও মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এর আগে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নেওয়ার বিষয়ে স্কুলের সিদ্ধান্তকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছিল সংসদ। কোনও স্কুল চাইলে পরীক্ষা নিতেই পারে বলে জানিয়েছিলেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তারপরেই টেস্ট পরীক্ষা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল সংসদ। সংসদের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে শিক্ষাবিদেরা।যদিও আগেই উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়েছে৷ ২০২২ সালের ২ এপ্রিল থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২০ এপ্রিল। হোম সেন্টারেই হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা।

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ ছিল স্কুলে গিয়ে পঠনপাঠন। গত বছরেও করোনার বাড়-বাড়ন্তের জন্য বাতিল হয়ে যায় মাধ্যমিক,উচ্চমাধ্যমিক পরীক্ষা। ফলে গড়ে নম্বর দিয়ে পরীক্ষার মূল্যায়ন করতে হয় পর্ষদকে। কিন্তু এবছর পুজোর আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান পুজোর পরই স্কুল খোলা হবে। সেইমতোই প্রস্তুতি নেওয়া শুরু হয়।
২ এপ্রিল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু।শেষ হবে ২০ এপ্রিল। সকাল ১০ টা থেকে বেলা ১ টা ১৫ পর্যন্ত হবে পরীক্ষা। তবে পরীক্ষার জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের যেতে হবে না কোনও অন্য সেন্টারে। নিজের স্কুলেই পরীক্ষা হওয়ার কথা জানিয়েছে বোর্ড।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version