Monday, November 10, 2025

উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।চলতি মাসের ৩১ ডিসেম্বরের মধ্যে স্কুলগুলিকে টেস্ট পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
লিখিত পরীক্ষায় প্রতিটি বিষয়ে ৫০ নম্বর করে ধার্য করা হয়েছে। সময় ও পরীক্ষার নির্ঘণ্ট স্কুলগুলিকে তৈরি করতে বলা হয়েছে। পরীক্ষার মূল্যায়নের নম্বর স্কুলগুলিকে সংসদের পাঠানো ট্যাবুলেশন শিটে লিখে রাখতে বলা হয়েছে। সংসদ পরিস্থিতি ও প্রয়োজনে সেই নম্বর স্কুলের কাছে চেয়ে পাঠাতে পারে বলেও মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এর আগে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নেওয়ার বিষয়ে স্কুলের সিদ্ধান্তকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছিল সংসদ। কোনও স্কুল চাইলে পরীক্ষা নিতেই পারে বলে জানিয়েছিলেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তারপরেই টেস্ট পরীক্ষা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল সংসদ। সংসদের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে শিক্ষাবিদেরা।যদিও আগেই উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়েছে৷ ২০২২ সালের ২ এপ্রিল থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২০ এপ্রিল। হোম সেন্টারেই হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা।

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ ছিল স্কুলে গিয়ে পঠনপাঠন। গত বছরেও করোনার বাড়-বাড়ন্তের জন্য বাতিল হয়ে যায় মাধ্যমিক,উচ্চমাধ্যমিক পরীক্ষা। ফলে গড়ে নম্বর দিয়ে পরীক্ষার মূল্যায়ন করতে হয় পর্ষদকে। কিন্তু এবছর পুজোর আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান পুজোর পরই স্কুল খোলা হবে। সেইমতোই প্রস্তুতি নেওয়া শুরু হয়।
২ এপ্রিল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু।শেষ হবে ২০ এপ্রিল। সকাল ১০ টা থেকে বেলা ১ টা ১৫ পর্যন্ত হবে পরীক্ষা। তবে পরীক্ষার জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের যেতে হবে না কোনও অন্য সেন্টারে। নিজের স্কুলেই পরীক্ষা হওয়ার কথা জানিয়েছে বোর্ড।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version