Sports gaming field থেকে Startup Unicorn Masterbook11 gaming aap কে বিশেষ ভাবে সম্মানিত করল।দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ভারত সেরা gaming aap company পদকটি তুলে দেন Company Director সুপ্রিয় বিশ্বাসের হাতে।
সম্প্রতি দিল্লি থেকে শহরে ফিরলেন সংস্থার কর্ণধার সুপ্রিয় বিশ্বাস। দমদম বিমানবন্দরে তাকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
আরও পড়ুন- Omicron:ওমিক্রন আতঙ্ক! বুস্টার ডোজের অনুমোদন চাইল সিরাম
তিনি বলেন, সারা ভারতের অনেক ছোট, বড় শহরে ও গ্রামাঞ্চলে অবৈধভাবে কিছু অসাধু ব্যবসায়ীরা এই ব্যবসার অনুকরণ করে বাজার নষ্ট করে চলেছে। আমার এই অ্যাপটি অত্যন্ত স্বচ্ছ ও সহজেই ব্যবহার করা যায়। অল্পদিনের মধ্যেই এটি ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এই পুরস্কার আমাকে আরও উতসাহিত করবে। এর জন্য সরকারকে আমি সাধুবাদ জানাচ্ছি ।
তার ব্যবসাটি যাতে সরকার কে রাজস্ব আয় দিতে পারে তার জন্যও একটি নতুন পদ্ধতি ও যুক্তি প্রদান করেন তিনি।