Monday, November 10, 2025

Nusrat Jahan: লোকসভায় কেন্দ্রের নীতির বিরুদ্ধে সুর চড়ালেন ‘নতুন মা’ নুসরত

Date:

বিভিন্ন রাষ্ট্রায়ত্তসংস্থার বেসরকারিকরণ নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদরা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার তোপ দেগেছেন কেন্দ্রীয় সরকারের এই বেসরকারিকরণ নীতির বিরুদ্ধে। শুক্রবার, অধিবেশনের জিরো আওয়ারে মোদির সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন অভিনেত্রী-সাংসদ। কেন লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বেসরকারিকরণ করা হচ্ছে? সেই প্রশ্ন তুলে সরব হন তিনি। ব‍্যাঙ্ক-সহ বিভিন্ন সংস্থার বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে। ভবিষ্যতে আরও সরকারি সংস্থা বেসরকারি হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর। অথচ সেই তালিকায় এমন অনেক সরকারি সংস্থাও রয়েছে, যা রীতিমতো লাভজনক। সংসদের শীতকালীন অধিবেশনের প্রথমদিন থেকেই সংসদের অধিবেশনে উপস্থিত রয়েছেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। পুত্রসন্তানের বয়স কয়েক মাস। কিন্তু তাকে রেখেই অধিবেশনে যোগ দিচ্ছেন অভিনেত্রী।

বিজেপি-বিরোধীদের অভিযোগ, দেশের অর্থনৈতিক পরিকাঠামোকে আরও দুর্বল করবে কেন্দ্রের এই জনবিরোধী নীতি। নুসরত বলেন, ”রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বিক্রি করে সরকার আসলে নিজের কোষাগার ভরতে চাইছে। এইচপিসিএল (Hpcl), গেইল, কোল ইন্ডিয়া (Coal India), সেল, ভেলের মতো লাভজনক সংস্থাগুলির বেসরকারিকরণ করে সাধারণ মানুষকে আরও ক্ষতির মুখে ফেলে দিচ্ছে সরকার।” কেন লাভজনক সংস্থাগুলির উপরে সরকারের এই কোপ ? প্রশ্ন তোলেন সাংসদ। কেন অলাভজনক সংস্থাগুলিকে বেছে নেওয়া হচ্ছে না? কেন্দ্রের এই সিদ্ধান্তে ওই সংস্থার কর্মীদের ভবিষ‍্যৎ অনিশ্চিত মুখে।

পিপিপি মডেলে অলাভজনক সংস্থাগুলির বেসরকারিকরণের প্রস্তাব দেন নুসরত। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ভবিষ‍্যতের জন‍্য কী পরিকল্পনা নিচ্ছে তাঁর সরকার সংসদে জানান প্রধানমন্ত্রী, দাবি বসিরহাটের সাংসদের।

আরও পড়ুন- Jawad: ফুঁসছে জাওয়াদ, আগামিকাল থেকেই চালু হচ্ছে কন্ট্রোল রুম

 

Related articles

নিঃশ্বাস নিতে চেয়ে গ্রেফতার শিশুরাও! দিল্লিতে নজিরবিহীন ধরপাকড় অমিত শাহর পুলিশের

প্রতিদিন ক্রমশ অবনতি হচ্ছে রাজধানীর পরিবেশের। দূষণের জেরে নিঃশ্বাস নেওয়া ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। চোখের সমস্যা, শ্বাসের সমস্যায়...

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে থেকে বিপর্যয় (natural disaster) মোকাবিলার কাজ পর্যবেক্ষণ...

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...
Exit mobile version