Saturday, August 23, 2025

Mohunbagan: বোর্ড থেকেও ইস্তফা সৃঞ্জয়ের, জোড়া দায়িত্বে সৌমিক বোস

Date:

বুধবার কার্যকরী কমিটির বৈঠকে গৃহীত হল সৃঞ্জয় বোসের (Srinjoy Bose) পদত্যাগপত্র। আনুষ্ঠানিক ভাবে মোহনবাগান ক্লাবের সচিব পদ থেকে সরে গেলেন তিনি। ক্লাবের নিয়ম অনুযায়ী সচিবের অনুপস্থিতিতে সহ-সচিব কাজ দেখাশোনা করবেন। সেই মতো ক্লাব নির্বাচন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সচিবের দায়িত্ব সামলাবেন সহ-সচিব তথা সবুজ-মেরুনের ঘরের ছেলে সত্যজিৎ চট্টোপাধ্যায়। সম্প্রতি প্রয়াত হয়েছেন রাজ্যের বর্ষীয়ান মন্ত্রী তথা মোহনবাগান ক্লাবের সহ-সভাপতি সুব্রত মুখোপাধ্যায়। সহ-সভাপতির শূন্য পদে এলেন সৌমিক বোস।

এদিকে, ক্লাবের সচিব পদের পাশাপাশি এটিকে মোহনবাগানের ডিরেক্টর পদ থেকেও ইস্তফা দিয়েছেন সৃঞ্জয়। এদিন ক্লাবের কর্মসমিতির জরুরি বৈঠকে সদস্যরা সর্বসম্মতিক্রমে সৌমিক বোসকেই এটিকে মোহনবাগানের ডিরেক্টর বোর্ডে মনোনীত করেছেন।

শতাব্দীপ্রাচীন ক্লাবের আসন্ন নির্বাচন ঘিরেও তৎপরতা তুঙ্গে। এদিনের বৈঠকে পাঁচ সদস্যের একটি নির্বাচনী বোর্ড গঠন করা হয়। বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়। এছাড়াও বোর্ডে আছেন ক্লাবের প্রাক্তন ফুটবলার শ্যামল বন্দ্যোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক, সৌরেন্দ্র দত্ত এবং প্রাক্তন ফুটবলার উমাপতি কুমারের নাতনি সোমা দাস। শ্রদ্ধাঞ্জলি দিয়ে এদিনের বৈঠক শুরু হয়। ক্লাবের সদ্যপ্রয়াত সহ-সভাপতি সুব্রত মুখোপাধ্যায়, প্রয়াত সচিব অতীন সেন ও সিনিয়র সদস্য শ্রী রমেনের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করেন কর্মসমিতির সদস্যরা।

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version