Monday, January 12, 2026

Sourav Ganguly: ফের ব‍্যাট হাতে ক্রিকেটের নন্দনকাননে সৌরভ গঙ্গোপাধ্যায়, ১ রানে হার মহারাজদের

Date:

Share post:

আবারও চেনা ছন্দে সৌরভ গঙ্গোপাধ্যায় ( Sourav Ganguly)। শুক্রবার ক্রিকেটের নন্দনকাননে সেই পুরোনো ছবি। সেই পরিচিত কাট, সেই পরিচিত কভার ড্রাইভে বাংলার মহারাজ। আগামিকাল বিসিসিআইয়ের ৯০তম বার্ষিক সাধারণ সভার আসর বসতে চলেছে কলকাতার মাটিতে। তার আগে ইডেনে হয় গেল এক প্রীতি ম‍্যাচ। যেই ম‍্যাচে সৌরভের সভাপতি একাদশ (President’s XI) মুখোমুখি হয়েছিল জয়ের সচিব একাদশ। যদিও একরানে ক্রিকেটের নন্দনকাননে সচিব একাদশের কাছে হারতে হল সৌরভের দলকে।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিলেন বোর্ড সচিব দলের অধিনায়ক জয় শাহ। নির্ধারিত ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৮ তোলেন তারা। জয় শাহের দলের ব‍্যাট হাতে কামাল দেখান বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল এবং জয়দেব শাহ। ৩৫ রান করেন অরুণ ধুমাল। এবং ৪০ রান করেন জয়দেব শাহ। জয় শাহ অপরাজিত থাকেন ১০ রানে। জবাবে শুরুটা ভালই করেছিল সভাপতি একাদশ। কিন্তু মাত্র ১ রানের জন‍্য হারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল। ৩৫ রান করেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। ১৩ রান করেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। এদিন ব‍্যাট ফের দেখা গেল মহম্মদ আজহারউদ্দিনকে। ২ রান করেন তিনি।

এদিকে শনিবার শহরে বসছে বোর্ডের বার্ষিক সাধারণ সভা। সেখানে থাকবেন প্রত্যেকে। সূত্রের খবর দক্ষিণ আফ্রিকা সফরের ভবিষ্যৎ সেখানেই নির্ধারিত হয়ে যাওয়ার কথা।

আরও পড়ুন:India-New Zealand: দিনের শেষে ভারতের রান সংখ‍্যা ৪ উইকেট হারিয়ে ২২১, শতরান মায়ঙ্কের

spot_img

Related articles

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...