অনন্য নজির গড়লেন নিউজিল্যান্ডের ( New Zealand) বোলার আজাজ প্যাটেল ( Ajaz Patel)। ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টে ( India-New Zealand 2nd test) ভারতের বিরুদ্ধে এক ইনিংসে নিলেন ১০ উইকেট। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই বিরল কৃতিত্ব গড়লেন আজাজ প্যাটেল। আর ভারতের বিরুদ্ধে ১০ উইকেট নিতেই টেস্ট ক্রিকেট ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন আজাজ। এর আগে জিম লেকার এবং অনিল কুম্বলের ছিল এই নজির।

আর আজাজের এই রেকর্ডের পরেই আজাজকে শুভেচ্ছা জানিয়েছেন আরেক দশ উইকেটের মালিক অনিল কুম্বলে। এদিন টুইটারে তিনি লেখেন,”আমাদের ক্লাবে তোমাকে স্বাগত আজাজ প্যাটেল। দারুণ বল করেছো! টেস্ট ম্যাচের প্রথম এবং দ্বিতীয় দিনে এ ভাবে দাপট দেখানো নিঃসন্দেহে অনবদ্য প্রচেষ্টা।”
Welcome to the club #AjazPatel #Perfect10 Well bowled! A special effort to achieve it on Day1 & 2 of a test match. #INDvzNZ
— Anil Kumble (@anilkumble1074) December 4, 2021
১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবার এক ইনিংসে দশ উইকেট নিয়েছিলেন লেকার। ৫৬ রানে দশ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর ১৯৯৯ সালে দুরন্ত খেলে পাকিস্তানের বিরুদ্ধে ৭৪ রানে ১০ উইকেট নেন অনিল কুম্বলে। শনিবার ১১৯ রানে দশ উইকেট নেন আজাজ।

আরও পড়ুন:Ajaz Patel: অনন্য নজির গড়লেন আজাজ প্যাটেল, এক ইনিংসে নিলেন ১০ উইকেট

