Saturday, August 23, 2025

বুকে ব্যথা নিয়ে SSKM হাসপাতলে মুখ্যমন্ত্রীর ভাই গণেশ, দেখতে গেলেন মমতা

Date:

হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে(SSKM Hospital) ভর্তি হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ভাই সুব্রত বন্দ্যোপাধ্যায়(Subrata Banerjee) ওরফে গণেশ। তাঁকে দেখতে রবিবার বিকেলে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী। এদিন হাসপাতালের গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলে ভাইয়ের স্বাস্থ্যের বিস্তারিত খোঁজখবর নেন তিনি। তাঁর হঠাৎ অসুস্থতায় উদ্বিগ্ন পরিবারের সদস্যরা।

হাসপাতাল সূত্রের খবর, রবিবার হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন সুব্রত বন্দ্যোপাধ্যায়। এরপরই দ্রুত এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বর্তমানে হাসপাতালের কার্ডিওলজি শাখায় ভর্তি রয়েছেন তিনি। আইসিইউতে চিকিৎসা চলছে মুখ্যমন্ত্রীর ভাইয়ের। হাসপাতালে তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন চিকিৎসক সরোজ মন্ডল সহ বিশেষজ্ঞ চিকিৎসকরা। জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরেই বুকে ব্যথা হচ্ছিল সুব্রতর। রবিবার তা গুরুতর আকার ধারণ করে। এর পরই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। চিকিৎসকদের তরফে জানা গিয়েছে, সোমবার তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিশদে জানা যাবে।

আরও পড়ুন:৩ দিন পর ঝোপ থেকে মিলল Jaigaon-র নিখোঁজ ASI-এর দেহ

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ওয়ার্ডের প্রার্থী হয়েছেন কাজরী বন্দ্যোপাধ্যায়। পরিবারের সদস্যা প্রার্থী হওয়ায় জোর কদমে প্রচারে নেমেছিলেন মুখ্যমন্ত্রীর ভাই সুব্রত বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরে বৌদির সমর্থনে লাগাতার প্রচার করে গিয়েছেন তিনি। এরই মাঝে হঠাৎ তাঁর অসুস্থতার খবরের উদ্বিগ্ন পরিবারের সদস্যরা।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version