Saturday, May 3, 2025

ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত। রবিবার ইন্দোনেশিয়ার মাউন্ট সেমেরুর ভয়াবহ অগ্ন্যুৎপাতের (Indonesia volcano eruption) ফলে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। ৯৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবিলা এজেন্সি (National Disaster Management Agency)।

গতকাল, শনিবার দুপুর থেকেই জেগে ওঠে জাভা দ্বীপের দীর্ঘতম আগ্নেয়গিরি সেমেরু (Indonesia volcano eruption)। গোটা এলাকা ধোঁয়ায় ভরে যায়। বিপদ বুঝতে পেরে পালাতে শুরু করেন সাধারণ মানুষ। এক এক করে গ্রামগুলি খালি হতে থাকে। জ্বালামুখ থেকে বেরোতে থাকে ধোঁয়ার কুণ্ডলী। ছাই ও আগুনের দলা পাকানো মেঘ বের হতে থাকে জ্বালামুখ থেকে।

পূর্ব জাভা প্রদেশের লুমাজং জেলার ১১ টি গ্রাম সেমেরুর অগ্ন্যুৎপাতের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে প্রায় ৯০২ জনের ও বেশি মানুষ নিকটবর্তী মসজিদ ও স্কুলে আশ্রয় নিয়েছেন।

আরও পড়ুন-৩ দিন পর ঝোপ থেকে মিলল Jaigaon-র নিখোঁজ ASI-এর দেহ

আধিকারিকরা রাস্তার ওপর থেকে ছাই সরানোর কাজ করছেন। বহু মানুষ এখনও পর্যন্ত নিখোঁজ। তাঁদের খোঁজ করা হচ্ছে। যে নদীগুলোর ওপর দিয়ে লাভা প্রবাহিত হচ্ছে সেসব নদীর ধারে না ঘেঁষার জন্য মাইকিং করা হচ্ছে।

সূত্রের খবর, শেষ পাওয়া খবর, অগ্ন্যুৎপাতের ফলে আটকে পড়া ১০ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার কাজ চলছে। উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় (Indonesia) মোট ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে সেমেরু থেকে অগ্ন্যুৎপাত হয়েছিল। তখন হতাহতের কোনও খবর মেলেনি‌। কিন্তু এবার অগ্ন্যুৎপাতের জেরে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে।

Related articles

বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা বাংলার পরিযায়ী শ্রমিকদের! শাহকে চিঠি সাংসদ সামিরুলের

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও বৈষম্যের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন...

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...
Exit mobile version