Saturday, August 23, 2025

কলকাতা পুরভোটে (KMC Election) প্রথমের দিকে প্রার্থী খুঁজে পাচ্ছিল না বাংলার প্রধান বিরোধী দল বিজেপি (BJP)। শেষপর্যন্ত একঝাঁক আনকোরা-অচেনাদের নিয়ে কোনওরকমে প্রার্থী তালিকা ঘোষণা করে গেরুয়া শিবির। কিন্তু তাতেও অস্বস্তি কমেনি বঙ্গ বিজেপির।

আরও পড়ুন:KMC 66: ওয়ার্ডের উন্নয়নে মানুষের নির্দেশেই কাজ করতে চান ফৈয়াজ

কলকাতা পুরসভার দুই ওয়ার্ডের বিজেপি প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন৷ কলকাতা বন্দর এলাকার ১৩৩ এবং ১৩৪ নম্বর ওয়ার্ডের দুই বিজেপি প্রার্থী সদানন্দ প্রসাদ এবং মুমতাজ আলি মনোনয়ন প্রত্যাহার (Nomination Withdraw) করে নিয়েছেন। ঘনিষ্ঠ মহলে দুই প্রার্থী জানিয়েছেন, নিশ্চিত হার শুধু নয়, জামানত বাজেয়াপ্ত হবে। তাই তাঁরা মুখ পোড়াতে চান না। তাছাড়া প্রার্থী খুঁজে না পাওয়ায় কার্যত জোর করে ভুল বুঝিয়ে তাঁদের মনোনয়ন করায় বিজেপি। কিন্তু তারপর থেকে দলের কোনও সাহায্য তাঁরা পাননি। বিজেপির একটি লোকও তাঁদের পাশে নেই। তাই মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত।

এদিকে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, এখন পর্যন্ত বিভিন্ন দলের মোট ৯ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন দুই জন বিজেপি প্রার্থী। এছাড়া যাদবপুর অঞ্চলের ১০৪ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থীও মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এর পাশাপাশি, ৬৫ নম্বর, ৭৩ নম্বর, ১১২ নম্বর, ১১৫ নম্বর, ১৩৩ এবং ১৪১ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থীও নিজেদের মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে খবর।


Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version