Wednesday, November 12, 2025

নাগাল্যান্ডের ঘটনায় নিহত-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে সোমবার যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল

Date:

উত্তর-পূর্বের রাজ্য নাগাল্যান্ডে সন্ত্রাসবাদী ভেবে ভুল করে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন অন্তত ১৩ জন নিরীহ গ্রামবাসী। আহত আরও অনেকে। যা নিয়ে তোলপাড় গোটা দেশ। এমন মর্মান্তিক ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিও তুলেছেন।

তবে এখানেই শেষ নয়। এবার নাগাল্যান্ডে ৫ সদস্যের প্রতিনিধি দল পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এই প্রতিনিধি দল দেখা করবেন নিহত ও আহতদের পরিবারের সঙ্গে। তৃণমূল সবরকম ভাবে এই হতভাগ্য পরিবারগুলোর পাশে আছে, সেখানে তাঁরা গিয়ে তাঁরা এই বার্তাই দেবেন।

এই প্রতিনিধি দলে রয়েছেন, তৃণমূলের লোকসভার দুই সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ও অপরূপা পোদ্দার। রয়েছেন তৃণমূলের দুই রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ও শান্তনু সেন। এছাড়াও প্রতিনিধি দলে থাকছেন মিজোরামের প্রাক্তন এডভোকেট জেনারেল তথা তৃণমূল নেতা বিশ্বজিৎ দেব।

প্রসঙ্গত, নাগাল্যান্ডের ঘটনা নিয়ে এক টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “নাগাল্যান্ড থেকে খুব খারাপ খবর এসেছে। শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা রইল। যাঁরা আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি।” একইসঙ্গে তাঁর দাবি, “ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে নিহতেরা যাতে ন্যায়বিচার পান, তা নিশ্চিত করতে হবে।”

উল্লেখ্য, নাগাল্যান্ডের মন জেলায় ওটিং গ্রামে সন্ত্রাসদমন অভিযান চালানোর সময় নিরাপত্তাবাহিনী গুলি চালায় বলে অভিযোগ। তাতেই মারা যান নিরীহ গ্রামবাসীরা। একটি পিক-আপ ভ্যানে করে গ্রামে ফিরছিলেন গ্রামবাসীরা। তখনই ‘সন্ত্রাসবাদী’ ভেবে তাঁদের লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তা বাহিনী।

আরও পড়ুন- Firhad Hakim: বৃষ্টিতেও জল যন্ত্রণা হবে না কলকাতায়, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ফিরহাদের

Related articles

দিল্লি বিস্ফোরণে ছিন্নভিন্ন দেহ সনাক্তকরণে ট্যাটু- টি-শার্টে ভরসা!

লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের (Delhi blast near Red fort) জেরে মৃতদের সনাক্তকরণে বাড়ছে সমস্যা (Deadbody Identification)। দেহ ছিন্নভিন্ন...

দিল্লি বিস্ফোরণে ধৃত বেড়ে ১৫, তদন্তে দশ সদস্যের NIA টিম

লালকেল্লায় কাছে বিস্ফোরণ পরিকল্পনা মাফিক নয় বরং তাড়াহুড়োর জেরেই ঘটেছে এই ঘটনা, কি খাবার কেন্দ্রীয় রিপোর্টে উঠে এলো...

তিলোত্তমার তাপমাত্রা ১৭ ডিগ্রি, বুধেই মরশুমের শীতলতম দিন মহানগরীতে!

বঙ্গবাসীর আশা পূরণ করে স্বমহিমায় ইনিংস শুরু করেছে শীত (Winter)। নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই পারদ...

টার্গেট ছিল দেশের প্রজাতন্ত্র দিবস! দিল্লিকাণ্ডে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য 

দিল্লির লালকেল্লার (Red fort Delhi) সামনে বিস্ফোরণের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। আগামী প্রজাতন্ত্র দিবসের (Indian...
Exit mobile version