Monday, November 10, 2025

নাগাল্যান্ডের ঘটনায় নিহত-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে সোমবার যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল

Date:

উত্তর-পূর্বের রাজ্য নাগাল্যান্ডে সন্ত্রাসবাদী ভেবে ভুল করে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন অন্তত ১৩ জন নিরীহ গ্রামবাসী। আহত আরও অনেকে। যা নিয়ে তোলপাড় গোটা দেশ। এমন মর্মান্তিক ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিও তুলেছেন।

তবে এখানেই শেষ নয়। এবার নাগাল্যান্ডে ৫ সদস্যের প্রতিনিধি দল পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এই প্রতিনিধি দল দেখা করবেন নিহত ও আহতদের পরিবারের সঙ্গে। তৃণমূল সবরকম ভাবে এই হতভাগ্য পরিবারগুলোর পাশে আছে, সেখানে তাঁরা গিয়ে তাঁরা এই বার্তাই দেবেন।

এই প্রতিনিধি দলে রয়েছেন, তৃণমূলের লোকসভার দুই সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ও অপরূপা পোদ্দার। রয়েছেন তৃণমূলের দুই রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ও শান্তনু সেন। এছাড়াও প্রতিনিধি দলে থাকছেন মিজোরামের প্রাক্তন এডভোকেট জেনারেল তথা তৃণমূল নেতা বিশ্বজিৎ দেব।

প্রসঙ্গত, নাগাল্যান্ডের ঘটনা নিয়ে এক টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “নাগাল্যান্ড থেকে খুব খারাপ খবর এসেছে। শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা রইল। যাঁরা আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি।” একইসঙ্গে তাঁর দাবি, “ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে নিহতেরা যাতে ন্যায়বিচার পান, তা নিশ্চিত করতে হবে।”

উল্লেখ্য, নাগাল্যান্ডের মন জেলায় ওটিং গ্রামে সন্ত্রাসদমন অভিযান চালানোর সময় নিরাপত্তাবাহিনী গুলি চালায় বলে অভিযোগ। তাতেই মারা যান নিরীহ গ্রামবাসীরা। একটি পিক-আপ ভ্যানে করে গ্রামে ফিরছিলেন গ্রামবাসীরা। তখনই ‘সন্ত্রাসবাদী’ ভেবে তাঁদের লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তা বাহিনী।

আরও পড়ুন- Firhad Hakim: বৃষ্টিতেও জল যন্ত্রণা হবে না কলকাতায়, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ফিরহাদের

Related articles

যন্তরমন্তরে গুলি চালিয়ে আত্মহত্যার অভিযোগ! তদন্তে দিল্লি পুলিশ

সোমবার যন্তরমন্তরে (Jantan Montar) ভয়াবহ কাণ্ড! সকাল ৯টা নাগাদ প্রকাশ্যে গুলি করে আত্মঘাতী (Suicide) হলেন এক ব্যক্তি। যন্তরমন্তর...

সিনেমা দেখে খুনের ছক! স্ত্রীকে পুড়িয়ে নদীতে ছাই ফেলে থানায় অভিযোগ স্বামীর

সিনেমা দেখেই পরিকল্পনা! ‘দৃশ্যম’ দেখে অপরাধের ছক কষেছিলেন পুনের (Pune) বাসিন্দা সমীর যাদব। ৩৮ বছরের স্ত্রী অঞ্জলি যাদব...

১ ডিসেম্বর থেকে নয়া হারে আবগারি শুল্ক কার্যকর! রাজ্যে কত হচ্ছে সুরার দাম

শীতের শুরুতে মৌতাতের পরিকল্পনা করলে, সেই আনন্দে কিছুটা ধাক্কা। কারণ পশ্চিমবঙ্গে (West Bengal) বাড়ছে সব ধরনের মদের  দাম...

অচলায়তন ভেঙে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হবে বাংলা: রাখি-রিয়াকে শুভেচ্ছা তরুণদের আইকন অভিষেকের

তিনি যুব সমাজের আইকন। তৃণমূলের (TMC) সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে সব সময়ই তরুণ প্রজন্মের জনজোয়ার। আর...
Exit mobile version