Sunday, August 24, 2025

Birbhum: ট্রেনে মালদহের পথে মুখ্যমন্ত্রী, বোলপুরে চপ-মুড়ি নিয়ে হাজির অনুব্রত

Date:

সোমবার দুপুরে জেলা সফরের উদ্দেশ্য হাওড়া থেকে ট্রেনে মালদহের উদ্দেশে রওনা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জাওয়াদের জেরে রাজ্যের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হেলিকপ্টারের পরিবর্তে ট্রেনে সফর করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে মালদা সফরের উদ্দেশ্যে হাওড়া থেকে শতাব্দী এক্সপ্রেস ধরেন তিনি।

বিকেল চারটেয় বোলপুর স্টেশনে দাঁড়ায় মুখ্যমন্ত্রীর ট্রেন ৷ বোলপুর স্টেশনে পৌঁছানোর পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)৷  মুখ্যমন্ত্রীর জন্য ট্রেনে চপ, মুড়ি, মিষ্টি তুলে দেন তিনি ৷ এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে স্টেশনে আসেন জেলাশাসক বিধান রায় এবং জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠীও । স্টেশনে উপস্থিত ছিলেন দলীয় নেতা কর্মীরাও।

মুখ্যমন্ত্রী যখনই বীরভূম সফরে আসেন, তাঁর মেনুতে থাকে চপ মুড়ি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠরা অনেকেই জানেন মুড়ির সঙ্গে তেলেভাজা খেতে যথেষ্টই পছন্দ করেন তিনি। তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসার সময় তাঁর পছন্দের চপ, মুড়ি আনতে ভোলেননি অনুব্রত।

সোমবারে মালদহে কাটানোর পর মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী কনভয় নিয়ে যাবেন উত্তর দিনাজপুর জেলার করণদিঘিতে। সেখানেই উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক বৈঠক করবেন। বৈঠক শেষ করে মঙ্গলবারই মালদহ ফিরে আসবেন। পরদিন বুধবার সকালে মালদহ জেলার প্রশাসনিক বৈঠক। সেই বৈঠক শেষ করে সড়কপথে মুখ্যমন্ত্রী যাবেন মুর্শিদাবাদ। ওই দিনই বিকেলে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বৈঠক ডাকা হয়েছে। পরদিন মুর্শিদাবাদ থেকে আসবেন নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরে। বৃহস্পতিবার কৃষ্ণনগরেই হবে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক। ওই দিনই কলকাতায় ফিরে আসবেন তিনি।

আরও পড়ুন- মদের বোতল ও গ্লাস হাতে সংসদে বিজেপি সাংসদ, তোপ কেজরিকে

Related articles

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...
Exit mobile version