Friday, August 29, 2025

Jagdeep Dhankhar:পুরভোটের প্রস্তুতি নিয়ে ফের রাজ্য নির্বাচন কমিশনারকে তলব ধনকড়ের

Date:

এবার পুরভোট নিয়ে রাজ্য-রাজ্যপাল সঙ্ঘাত। পুরভোটের প্রস্তুতি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে ফের  তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep Dhankhar)।মঙ্গলবার সৌরভ দাসকে (Sourav Das)রাজভবন (Raj Bhavan) চূড়ান্ত রিপোর্ট পেশ করতে বলেছেন রাজ্যপাল৷ কলকাতা পুর নির্বাচনের প্রস্তুতি (KMC Election 2021) এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সংক্রান্ত বিষয়ে সৌরভ দাসের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন জগদীপ ধনকড়৷ সোমবার সকালে টুইট করে একথা জানিয়েছেন রাজ্যপাল ৷

আরও পড়ুন:Nagaland: গুলিকাণ্ডে কেন্দ্র-রাজ্য সংঘাত, আধাসেনার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত FIR দায়ের নাগাল্যান্ড পুলিশের

টুইটে রাজ্যপাল লেখেন, ৭ ডিসেম্বর কলকাতা পুরভোটের প্রস্তুতি ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী নিয়োগ সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস রাজভবনে এসে রাজ্যপালের কাছে পেশ করবেন। রাজ্যে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে রাজ্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর।

প্রসঙ্গত, এর আগে কলকাতা পুরভোটের নির্ঘণ্ট ঘোষণার পর, রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে ডেকে পাঠান রাজ্যপাল। এরপর ৪ ডিসেম্বর, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী নিয়োগ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের পদক্ষেপ জানতে চেয়ে রিপোর্ট-সমেত ফের রাজ্যপালের সঙ্গে দেখা করতে বলা হয়। আগামী ১৯ ডিসেম্বর কলকাতার পুরভোট৷ রাজ্য নির্বাচন কমিশন কেমন ব্যবস্থা নিয়েছে তা জানতে বারবার কমিশনারকে তলব করছেন রাজ্যপাল৷ এরই মধ্যে নবান্ন জানিয়ে দিয়েছে, রাজ্য পুলিশই কলকাতা পুরভোটে নিরাপত্তার দায়িত্ব পালন করবে৷ যদিও এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন। তবে তার আগে একবার ফের রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।



Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version