Monday, August 25, 2025

অস্ত্রোপচারের পরে আপাতত ভালো আছেন। সোশ্যাল মিডিয়ায় (Social Media) অনুরাগীদের উদ্দেশ্যে খোলা চিঠি লিখে নিজেই জানালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। শুক্রবার রাতে, শুটিং চলাকালীন মত্ত যুবকের বাইকের ধাক্কায় পায়ের হাড় ভাঙে প্রিয়াঙ্কার। বাইপাসের (Bypass) ধারে একটি বেসরকারি হাসপাতালে শনিবার অস্ত্রোপচার হয় পায়ে টাইটেনিয়াম প্লেট বসানো হয়েছে। তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে এবং দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অনেকেই। এরপর রবিবার রাতে, নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল একটি পোস্ট করেন প্রিয়াঙ্কা। অনুরাগী ও শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে প্রিয়াঙ্কা লেখেন, “আপনাদের প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ। গত পরশু আমি দুর্ঘটনার শিকার হই। গতকাল অস্ত্রোপচার হয়। ঈশ্বরের আশীর্বাদে ও চিকিৎসকদের সহযোগিতায় আমি এখন আগের থেকে ভাল আছি। সুস্থ হতে আরও কিছুটা সময় লাগবে। আশা করি এই সময় ও আগামী দিনে আপনারা আমার পাশে থাকবেন।”
আরও পড়ুন- Murder: সিঙ্গুরের পর চণ্ডীতলা, একই পরিবারের তিনজনকে কুপিয়ে খুনে অভিযুক্ত আত্মীয়রা

হাসপাতাল সূত্রে খবর, এই মুহূর্তে সুস্থ আছেন অভিনেত্রী। তাঁর পায়ে ড্রেসিংও করা হয়েছে। যে পায়ে অস্ত্রোপচার করা হয়েছে সেই পায়ের এক্স রে করা হয়েছে। সেই রিপোর্ট দেখার পর প্রিয়াঙ্কাকে ছাড়ার সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। বৃহস্পতিবার, তাঁর ছেলে সহজের জন্মদিন। তার আগে বাড়ি ফিরতে চান প্রিয়াঙ্কা। অভিনেত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তাঁর কাছে ছেলের খবর নেন প্রিয়াঙ্কা। বুধবার, হয়ত হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী।

Related articles

সন্তানের শিক্ষা বিদেশে, দেশের স্কুলপড়ুয়াদের ‘ভুল’ দেশি শিক্ষা দিচ্ছেন অনুরাগ!

প্রথম মহাকাশযাত্রী কে? ছোট ছোট স্কুল পড়ুয়ারা উত্তর দিয়েছিল নীল আর্মস্ট্রং (Neil Armstrong)। কিন্তু তাদের আরও ‘ঠিক’ শেখালেন...

BIG EXCLUSIVE: ‘ধূমকেতু’ সিনেমায় নায়িকাবদল, কার বদলে এলেন শুভশ্রী?

কাশীরাম দাস দেব-শুভশ্রী (Dev-Shubhashree) জুটি নিয়ে এই বিপুল প্রমোশন। 'ধূমকেতু' ছবির তুরুপের তাস এই দে-শু জুটির প্রত্যাবর্তন। অথচ, বিস্ফোরক...

দক্ষিণে বিজেপি বিরোধী রঙ বদলে দেবেন থালাপতি

মোদি ফ্যাসিবাদী। আমাদের রাজনৈতিক শত্রু হল বিজেপি। তামিলরা এই দলটার পাশে থাকবে না। বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।২১ অগাস্ট। মাদুরাইতে অভিনেতা...

মহারাষ্ট্র পুলিশের বেপরোয়া অত্যাচার! প্রাণ গেল আরও এক বাংলার শ্রমিকের

মাত্র চার দিনে মহারাষ্ট্র পুলিশের এত অত্যাচার যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বাংলার পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডলকে। কিছুটা...
Exit mobile version