Mamata Banerjee: আত্রেয়ী নদীতে বাঁধ তৈরির শিলান্যাস করে দ্রুত কাজ শেষের নির্দেশ মুখ্যমন্ত্রীর

জলস্তর বাড়াতে আত্রেয়ী নদীর উপর বাঁধ নির্মাণের প্রকল্পের জন্য জেলা প্রশাসনের প্রশংসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি, তাড়াতাড়ি কাজ করার নির্দেশ দেন তিনি

0
1

আত্রেয়ী নদীর জলস্তর বাড়াতে জেলা প্রশাসনের উদ্যোগের প্রশংসা মুখ্যমন্ত্রীর। দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রশাসনিক বৈঠক থেকে। মঙ্গলবার, কর্ণজোড়ায় প্রশাসনিক সভা থেকে à§©à§§ কোটি ২ লক্ষ টাকা ব্যয়ে আত্রেয়ী নদীর উপরে বাঁধ নির্মাণ কাজের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। শুধু শিলান্যাস করা নয়, সভায় উপস্থিত আধিকারিকদের আত্রেয়ী নদীর উপরে ড্যাম পরিদর্শনের নির্দেশ দেন। একইসঙ্গে সেচ দফতরকে এই কাজ তাড়াতাড়ি করার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বলেন, “এখন রেডিমেড স্ট্রাকচার পাওয়া যায়। নিয়ে এসে বসিয়ে দাও। ম্যান পাওয়ার লাগিয়ে তাড়াতাড়ি করতে হবে। একটা দৃষ্টান্ত কর। দুবছর লাগবে বলে কেন আমি দুই বছর নেব! আমি একবছর নেব।”

বাংলাদেশ (Bangladesh) থেকে বয়ে আসা বালুরঘাটের লাইফ লাইন হিসাবে পরিচিত আত্রেয়ী (Atreyee) নদীর উপর বাংলাদেশ সরকার বাংলাদেশে রাবার ড্যাম তৈরির করার পর থেকে আত্রেয়ীর জলস্তর ক্রমশ নামতে থাকে। জলের অভাবে সমস্যায় পড়েন এপাড়ের মৎস্যজীবীরা। দক্ষিণ দিনাজপুর জেলার আত্রেয়ীর তীরবর্তী এলাকার কৃষকরাও সমস্যার সম্মুখীন হন। সমস্যা সমাধানে কেন্দ্রের দ্বারস্থ হলেও তাতে সেইভাবে সাড়া না মেলায় কার্যত জীবিকা হারানোর ভয়ে শঙ্কিত ছিলেন মৎস্যজীবী থেকে শুরু করে কৃষকরা মুখ্যমন্ত্রীর নির্দেশে দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলা প্রশাসন বালুরঘাটের চকভবানী এলাকায় আত্রেয়ী নদীর উপর স্বল্প উচ্চতার বাঁধ তৈরির পরিকল্পনা গ্রহণ করে। এই বাঁধ তৈরির হলে ১০ কিলোমিটার এলাকা পর্যন্ত নদীর জলস্তর ঠিক থাকবে। মৎস্যজীবী এবং কৃষকদের সমস্যায় পড়তে হবে না। আগামী সপ্তাহ থেকেই এই বাঁধ তৈরির কাজ শুরু হবে ফলে সূত্রের খবর।

আরও পড়ুন- বঙ্গভঙ্গের দাবি বিজেপি বিধায়কের, রাজ্য সভাপতি-রাজ্যপাল চুপ কেন? বিজেপিকে ধুইয়ে দিলেন কুণাল

দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের উপর দিয়ে প্রবাহিত পুনর্ভবা নদীর সমস্যার কথাও এদিন শোনেন এবং নোট করে নেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- Omicron: ওমিক্রন আবহে মুম্বইয়ে ‘উধাও’ বিদেশ থেকে আসা ১০৯ জন!