Monday, August 25, 2025

বঙ্গভঙ্গের দাবি বিজেপি বিধায়কের, রাজ্য সভাপতি-রাজ্যপাল চুপ কেন? বিজেপিকে ধুইয়ে দিলেন কুণাল

Date:

ফের বঙ্গভঙ্গের দাবী তুলে দিয়ে পাহাড়কে সমতল থেকে আলাদা করার জন্য প্ররোচনামূলক মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক। আর এটা জানার পরেও মুখে কুলুপ বিজেপি রাজ্য সভাপতি থেকে বিজেপি শীর্ষ নেতৃত্বের। পুরনির্বাচনের আগে এই নিয়ে হইচই হওয়ায় বিজেপিকে ধুইয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, বিজেপি আগে তার নীতি স্পষ্ট করুক। তাদের বিধায়ক বঙ্গভঙ্গ চাইছেন কিন্তু তাদের নেতারা একটি কথাও বলছেন না, চুপ করে আছেন।

কুণাল বলেন, এই রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড় কথায় কথায় সকাল বিকেল টুইট করেন, কিন্তু বঙ্গভঙ্গের দাবী উঠলে তিনি কোন প্রতিবাদ করছেন না, টুইট করছেন না। তিনি নিজেও তো দার্জিলিংয়ে গিয়ে থাকেন মাঝেমধ্যে। বাংলা ভাগের দাবী উঠবে আর তিনি চুপ করে থাকবেন! যিনি নিজেকে কার্যত বিজেপির কার্যকরী সভাপতি বানিয়ে ফেলেছেন, তিনি নির্লজ্জভাবে চুপ করে আছেন। বিজেপির লোডশেডিংয়ের বিধায়ক বিরোধী দলনেতা যিনি বড় বড় কথা বলেন তিনি এব্যাপারে একটি কথাও বলছেন না। বিজেপির নীতির ঠিক নেই।

কুণাল আরও বলেন, ভোট আসলেই তখন উস্কানিমূলক, প্ররোচনামূলক মন্তব্য করে বাংলাকে অশান্ত করতে চায় বিজেপি। ২০২১শে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ডেইলি প্যাসেঞ্জারি করা কেন্দ্রীয় নেতারা প্লেনে চেপে বাংলায় এসে বলতেন ‘সুনার বঙ্গাল বানাবো’, কই তখন তো তারা বলেননি যে ভোটে জিতলে বাংলা ভাগ করে দেব। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ২০২১ এ বিজেপিকে গো হারা হারিয়েছে তৃণমূল কংগ্রেস।

বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসকে জয়ী করে বাংলার মানুষ বিজেপিকে বুঝিয়ে দিয়েছে এখানে তাদের কোনও জায়গা নেই। বিজেপিতে এখন আর কেউ থাকতে চাইছে না। এখন ওদের লক্ষ্য উস্কানিমূলক, প্ররোচনামূলক কাজকর্ম করে বাংলায় শান্তি ও সম্প্রীতির পরিবেশ নষ্ট করা। এটা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। পাহাড় বাংলার অবিচ্ছেদ্দ অঙ্গ ছিল,আছে, থাকবে। পাহাড় সাগর একসাথে ছিল,আছে, থাকবে। বঙ্গভঙ্গের দাবী তুলে কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন কিন্তু বিজেপি এখনও তাকে বহিষ্কার বা সতর্ক পর্যন্ত করেনি।

বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকার প্রশাসনিক দিক থেকে নজর রাখছে, এই রাজ্যে কোথাও কোন উস্কানি বা প্ররোচনামূলক কাজকর্মকে বরদাস্ত করবে না প্রশাসন। যে কোনও অবস্থায় শান্তি বজায় রাখাই একমাত্র লক্ষ্য সরকারের।

আরও পড়ুন- Kolkata Police: মহিলাদের সম্মান করা গাড়ি: কলকাতা পুলিশের উদ্যোগে অভিনব কর্মশালা

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version