Monday, November 10, 2025

কঠোর অভিষেক : বৈঠকে অনুপস্থিতদের শোকজ চিঠির নির্দেশ

Date:

দলীয় শৃঙখলা ভাঙলে কাউকেই রেয়াত করা হবে না। বরদাস্ত করা হবে না কোনও বেনিয়ম। দিল্লিতে সাংসদদের সঙ্গে বৈঠকে সাফ জানিয়ে দিলেন সাংসদ ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তার প্রাথমিক পদক্ষেপ হিসাবে বৈঠকে অনুপস্থিতদের নোটিশ ধরাতে চলেছেন লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই চারজন হলেন, শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী, মিমি চক্রবর্তী ও নুসরত জাহান। অভিযোগ, আগাম জানানো সত্ত্বেও তাঁরা মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিলেন না। অনুপস্থিতির কারণও তাঁরা জানাননি।

অনুপস্থিতদের মধ্যে ছিলেন শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী। বিধানসভা ভোটের আগে শিশির অধিকারী বিজেপিতে যোগ দেন বলে খবর। দিব্যেন্দুও বাবার পথ অনুসরণ করেছিলেন। তাদের না আসাই প্রমাণ করছে দুজনের রাজনৈতিক অবস্থান। ফলে তাঁদের কাছে শোকজ নোটিশ পাঠানো নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ। বৈঠকে না আসা দলের আরও দুই তারকা-সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরত জাহানকেও না আসার কারণ জানাতে হবে।

আরও পড়ুন-Mamata Banerjee: গ্রামাঞ্চলে ক্ষমতার অপব্যবহার করছে BSF: কর্ণজোড়ায় প্রশাসনিক বৈঠকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

সংসদের ৬৩ নম্বর ঘরে দুপুরে দলীয় সাংসদদের নিয়ে বৈঠকে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের পারফরম্যান্সে খুশি অভিষেক বলেন, সংসদে দলের আরও ধার ও ভার বাড়াতে হবে। প্রত্যেকটি ইস্যু ধরে আলোচনা করতে হবে। প্রতিবাদ, ধরণা, বিক্ষোভ হবে সংসদীয় নিয়ম মেনেই। প্রত্যেকটি অধিবেশনে হাজির থাকতে হবে। কেন্দ্রের সরকারকে প্রত্যেকটি ইস্যুতে প্রশ্নের মুখে ফেলতে হবে। সে নিয়ে সংবাদমাধ্যমের কাছে যেতে হবে। প্রয়োজনে দিল্লি থেকে রাজ্যে রাজ্যে আদোলনে নামতে হবে। দল রাজ্যে রাজ্যে শাখা বিস্তার করছে। এই পরিস্থিতিতে সংসদের ফ্লোরকে যেমন ব্যবহার করতে হবে, তেমনি রাজ্যে রাজ্যে সেই ইস্যুকে আন্দোলনে নিয়ে যেতে হবে। এই ধরণের বৈঠক আগামিদিনে আরও বেশি হবে বলে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Related articles

বিশ্বমঞ্চে সম্মানিত বাংলার মুখ্যমন্ত্রী, মমতাকে D’Litt উপাধি দিচ্ছে জাপানের বিশ্ববিদ্যালয়

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরে এবার জাপানের (Japan) একটি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি’লিট পাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মি টু! সিনে দুনিয়ার ভয়ঙ্কর কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন রেণুকা সাহানে

রবিবার মানেই জনপ্রিয় ফ্যামিলি ড্রামা 'হাম আপকে হ্যায় কৌন'। আর সেই ছবি মানেই রেণুকা সাহানে (Renuka Shahane)। কিন্তু...

উৎসবের পরেই সংক্রমণের উর্ধ্বগতি! রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট, সতর্ক স্বাস্থ্য দফতর

উৎসবের আমেজ কাটতে না কাটতেই রাজ্যে ফের মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্টে দেখা গেছে, শুধু...

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, ভেন্টিলেটর সাপোর্টে বর্ষীয়ান অভিনেতা

গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র(Veteran actor Dharmendra)। পরিবার সূত্রে খবর, ভেন্টিলেটর সাপোর্টে...
Exit mobile version