প্রতিদিনই দীর্ঘ হচ্ছে তালিকা। গত সপ্তাহে মাত্র ২ জনের শরীরে করনাভাইরাসের নয়া ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছিল। মাত্র পাঁচদিনে ২৩ জনের দেহে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। যা নিয়ে স্বভাবতই উদ্বেগে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। রাজস্থানের জয়পুরে(JAipur) ৯ জনের দেহে ওমিক্রনের হদিশ মিলেছে। আক্রান্তরা সকলেই উপসর্গহীন বলে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন:KMC 124: শোভনের সহযোগিতা ছাড়াই ওয়ার্ডের আমূল পরিবর্তন করেছেন রাজীব
মুখ্য স্বাস্থ্য আধিকারিক নরোত্তম শর্মা সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, “যে ৯ জনের শরীরে ওমিক্রনের উপস্থিতি পাওয়া গিয়েছে, প্রত্যেকেই উপসর্গহীন। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গেই দেখছি। কনটাক্ট ট্রেসিংও চলছে। যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার, তাও নেওয়া হচ্ছে।”
রবিবার দক্ষিণ আফ্রিকা(South Africa) থেকে ৩৪ জন ফিরেছিলেন জয়পুরে। প্রত্যেকের নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠানো হয়। তাঁদের মধ্যে ৯ জনের রিপোর্ট পজিটিভ আসে। এবং দেখা যায় তাঁরা সকলেই কোভিডের ওমিক্রন রূপে আক্রান্ত। বাকি ২৫ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। ওমিক্রনে মৃদু উপসর্গ ধরা পড়ছে। যদিও বিষয়টি উপসর্গহীন, তবুও ওমিক্রন হানায় কোভিডের থার্ড ওয়েভের প্রহর গুণছে গোটা দেশ।
ভারতে গত ২ ডিসেম্বর প্রথম ওমিক্রনে আক্রান্তের খোঁজ মিলেছিল কর্নাটকে। সেখানে ২ ব্যক্তির শরীরে সংক্রমণ ধরা পড়ে তাঁদের মধ্যে কয়েকজন দক্ষিণ আফ্রিকা থেকে ফিরছিলেন। এরপর গুজরাতেও(Gujrat) হানা দেয় ওমিক্রন। একে একে মুম্বই এবং দিল্লিতেও ওমিক্রনের হদিশ মেলে। এবার রাজস্থানেও ওমিক্রন হানা দিল।
