Monday, May 5, 2025

গঙ্গা ভাঙনের সমস্যায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এই সমসস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে একটি ‘মাস্টার প্ল্যান’ (Master Plan) তৈরির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছেন তিনি। তবে, বুধবার বহরমপুরে প্রশাসনিক বৈঠকে সমস্যা সমাধানের সমস্ত দায় কেন্দ্রের উপর না চাপিয়ে নিজের প্রশাসনকেও গঙ্গা ভাঙ্গনের সমস্যার স্থায়ী সমাধানের পথ খোঁজার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ভাগিরথীর ভাঙনে বিপর্যয়ের মুখোমুখি মালদহ-মুর্শিদাবাদ দুই পড়শি জেলারই বিস্তৃত এলাকার মানুষ। এদিন দুই জেলায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে একাধিক জনপ্রতিনিধি এই সমস্যার দিকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন।বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার জানান, গঙ্গাভাঙনের জেরে নদী গর্ভে তলিয়ে গিয়েছে বহু ঘর। ফলে সেখানকার বাসিন্দারা আপাতত এলাকার তিনটি স্কুলে রয়েছেন। কিন্তু স্কুল খুললেই সমস্যা হবে।মুখ্যমন্ত্রীর কাছে সমস্যা সমাধানের আবেদন জানান চন্দনা। পাশাপাশি পারদনাপুর থেকে ধুলিয়ান জেটিঘাট তৈরির কথাও বলেন তিনি। সমস্যা শুনে যথাসাধ্য সমাধানের চেষ্টার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাকাপোক্তভাবে জেটিঘাট তৈরির কথা বলেন তিনি। যাতে কোনওভাবে মানুষের বিপদ না হয়। পাশাপাশি লাগাতার ভাঙ্গনের জন্য কেন্দ্রকেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন “দরকারে সেচ সচিব একবার দিল্লি গিয়ে কথা বলে আসুন। মালদহ, মুর্শিদাবাদের কথাটা সবাই জানে।আমার মনে হয় সেন্ট্রাল গর্ভমেন্টের এটা নিয়ে ভাবা উচিত। একটা মাস্টার প্ল্যান থাকা দরকার।”

আরও পড়ুন- দুর্ঘটনাগ্রস্ত কপ্টারে একমাত্র জীবিত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং

 

 

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version