বেনজির, এসএসসি-র আইনজীবীকে এজলাস ছাড়ার নির্দেশ বিচারপতির

হাই কোর্ট

এসএসসি মামলার শুনানি চলাকালীন এজলাসে বিশৃঙ্খলা। এসএসসি-র আইনজীবীর বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ। বেনজির ভাবেএসএসসি-র আইনজীবীকে এজলাস ছাড়ার নির্দেশ হাইকোর্টের বিচারপতির।

পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে অবস্থা নিয়ন্ত্রণে আনতে ডেকে পাঠানো হল হাইকোর্টের শেরিফকে। শেরিফ আসার আগেই তড়িঘড়ি এজলাস ছাড়লেন বিশৃঙ্খলাকারীরা।

সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলা চলছে কলকাতা হাইকোর্টে। এজলাসে ‘ বিশৃঙ্খলা ‘ করার অভিযোগ ওঠে SSC র আইনজীবীর বিরুদ্ধে। এরপরই আইনজীবীকে এজলাস ছেড়ে বেরিয়ে যেতে বলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি।

যদিও বিচারপতির নির্দেশ মানতে চাননি ওই আইনজীবী। প্রাথমিকভাবে তিনি বেরোতে অস্বীকার করেন । তখনই শেরিফকে ডেকে পাঠান বিচারপতি। আর তড়িঘড়ি এজলাস ছাড়েন SSC-র আইনজীবী চপলেশ বন্দ্যোপাধ্যায়।  এরপরই  সেইসময় এজলাসে উপস্থিত ছিলেন SSC-র চেয়ারম্যান ও সচিব।

Previous articleSc EastBengal: দলের খেলায় হতাশ ইস্টবেঙ্গল কোচ, বললেন,আরও অনুশীলন করতে হবে আমাদের
Next articleআসছে ‘Tejas’, প্রকাশ পেল ছবির প্রথম লুক