Tuesday, August 26, 2025

একুশের বিধানসভা নির্বাচনের ধারা বজায় রেখে এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বার অ্যসোসিয়েশনের নির্বাচনেও (Bar Association Election 2021) জয়জয়কার তৃণমূলের আইনজীবীদের। নির্বাচনে সিংহভাগ আসনে তৃণমূলপন্থী প্রার্থীরা জয়ী হয়েছেন। জয়ী প্রার্থীদের তালিকায় খুব তাৎপর্যপূর্ণ ভাবে অনেক মহিলা আইনজীবীও রয়েছেন। দলগতভাবে মিশ্র ফল হলেও ৬৭% আসনে জয়ী হয়েছেন মহিলা আইনজীবীরা। যদিও আলংকারিক সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাম-কংগ্রেস সমর্থিত প্রার্থী অরুণাভ ঘোষ (Arunabha Ghosh) ৷ এছাড়া, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিজেপি সমর্থিত প্রার্থী কল্লোল মণ্ডল। তবে পরিচালনা সমিতির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থী প্রার্থী বিশ্বব্রত বসু মল্লিক ৷

আরও পড়ুনঃ Sayantika Banerjee: জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে সায়ন্তিকা, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী

সংখ্যার বিচারে এবার দুর্দান্ত ফল করেছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। গুরুত্বপূর্ণ ১৫ পদের ১১টি তৃণমূল কংগ্রেস প্যানেলের আইনজীবীদের দখলে গেছে। সভাপতি ও সহ-সভাপতি পদে হয়েছে তীব্র লড়াই। সভাপতি পদে কংগ্রেসের অরুণাভ ঘোষের প্রাপ্ত ভোট ১১৫০। তৃণমূল কংগ্রেসের সর্দার আমজাদ আলী পেয়েছেন ১০৫৭ ও বিজেপি—র প্রমীত রায় পেয়েছেন ১০৩২ ভোট।

সহ-সভাপতি পদে জয়পরাজয়ের ব্যবধান মাত্র ১৮ ভোটের। বিজেপি-র কল্লোল মণ্ডল ১২৭২ আর তৃণমূলের সুপ্রিয় চট্টোপাধ্যায় ১২৫৪ ভোট পেয়েছেন। সহ-সম্পাদক পদে বড় ব্যবধানে জয় পেয়েছেন তৃণমূল কংগ্রেস প্যানেলের সোনাল সিনহা। সোনালের প্রাপ্ত ভোট ১৪৩০। আর সহ-সম্পাদক দ্বিতীয় পদেও জয় তৃণমূলের ওয়াসিম আহমেদের। কোষাধ্যক্ষ হয়েছেন তৃণমূলের জয়দীপ ব্যানার্জি।

একনজরে কলকাতা হাইকোর্ট বার অ্যসোসিয়েশনের নির্বাচনের ফলাফল

সভাপতি- অরুণাভ ঘোষ, কংগ্রেস ও বাম সমর্থিত প্রার্থী।

সহ-সভাপতি – কল্লোল মণ্ডল, বিজেপি সমর্থিত প্রার্থী।

সম্পাদক- বিশ্বব্রত বসু মল্লিক, তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী।

১)সহ সম্পাদক- সোনাল সিনহা, তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী।

২) সহ সম্পাদক- ওয়াসিম আহমেদ, তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী।

কোষাধ্যক্ষ- জয়দীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী।

এছাড়া ৯টি এক্সিকিউটিভ সদস্য পদের মধ্যে ৭টি আসনে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। দুই আসনে জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। জয়ী ৯ এক্সিকিউটিভ সদস্যরা হলেন, সঙ্গীতা রায়, কাকলি নস্কর, সুমন সাহা, দেবলীনা সাহু, অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়, পর্ণা রায়চৌধুরী, সুতপা বন্দ্যোপাধ্যায় (দাশগুপ্ত), অমৃতা পাণ্ডে, মেরি দত্ত । সব থেকে বেশি ভোট পেয়েছেন সঙ্গীতা রায় ১৭৭৩। ১৫ সদস্যের কমিটির মধ্যে ৯ জনই মহিলা।

Related articles

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...
Exit mobile version