Monday, August 25, 2025

তিন বছরের বেশি সময় জেলে থাকার পর এবার মুক্তি মিলতে পারে ভীমা-কোরেগাঁও মামলায় (Bhima Koregaon Case) অভিযুক্ত সমাজকর্মী সুধা ভরদ্বাজের (Sudha Bharadwaj)। সমাজকর্মীর গতিবিধির উপর বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। তবে একাধিক কঠোর শর্তেই জেল থেকে ছাড়া পেতে পারেন সুধা (Sudha Bharadwaj)। বৃহস্পতিবার এনআইএ-র ( National Investigation Agency) বিশেষ আদালত ৫০ হাজার টাকা বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেছে।

শর্তগুলি হল–
*আদালতের অনুমতি ছাড়া সুধা ভরদ্বাজ মুম্বই ছাড়তে পারবেন না।
*সুধা আইনজীবী হিসেবে কাজ করা সত্ত্বেও ছত্তিসগড়ে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
*সুধাও কোনও জমায়েত হাজির হতে পারবেন না।

আরও পড়ুন-M17-v5: শেষপর্যন্ত পাওয়া গেল M17-v5 হেলিকপ্টারটির ব্ল্যাক বক্স

সুপ্রিম কোর্টের (Supreme Court) তিন বিচারপতির বেঞ্চ সুধাকে জামিন দেওয়া নিয়ে বম্বে হাই কোর্টের (Bombay High Court) রায়কেই বুধবার বহাল রেখেছিল। জামিনের শর্ত নির্ধারণের জন্য আজকের মধ্যে ভীমা-কোরেগাঁও মামলায় অভিযুক্ত সমাজকর্মী সুধা ভরদ্বাজকে এনআইএ-র বিশেষ আদালতে হাজির হতে বলা হয়েছিল। আজ তাঁর আইনজীবী যুগ মোহিত চৌধুরি আদালতে হাজির হয়ে আবেদন জানান, আর্থিক বন্ডে সুধাকে জামিন দেওয়া হোক। তিনি আবেদন জানান, সুধাকে মহারাষ্ট্রের মধ্যে ভ্রমণের এবং তাঁর বাড়ি হরিয়ানা ও কর্মস্থল ছত্তিশগড় যাওয়ার অনুমতি দেওয়া হোক। এনআইএ-র বিশেষ আদালতের আইনজীবী প্রকাশ শেট্টি আর্থিক বন্ডের বিনিময়ে জামিনের আবেদনের বিরোধিতা করেননি। তবে সুধার মুম্বই ছেড়ে অন্য কোথাও যাওয়া নিয়ে আপত্তি তোলেন। সুধার পাসপোর্টও জমা রাখতে বলেছে আদালত।

এই মামলার শুনানির সময় সুধা ভরদ্বাজকে হাজির থাকার নির্দেশ দিয়েছে কোর্ট। বিচারকের নির্দেশ, মামলা নিয়ে সুধা কোনও জায়গায় মৌখিক বা লিখিত মন্তব্য করতে পারবেন না। বিচারক নির্দেশ দিয়েছেন, “নিকটাত্মীয় ছাড়া অভিযুক্ত সুধা ভরদ্বাজের পাশে কারোর যাওয়া নিষেধ।” সুধার আইনজীবী যুগ মোহিত চৌধুরি জানিয়েছেন, আগামিকাল,শুক্রবার জেল থেকে ছাড়া পাবেন সুধা ভরদ্বাজ।

Related articles

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...

এর থেকে বড় খুন আর কোনটা: মৃত পরিযায়ী গোলামের গ্রামে গণমঞ্চ

বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার বিজেপি শাসিত রাজ্যগুলিতে চলেছে তার প্রতিবাদ রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হয়েছে।...

CBI এখন গ্যালারি শো! তীব্র কটাক্ষ করে খেজুরির জোড়া রহস্যমৃত্যুর তদন্তভার CID-কে দিলেন বিচারপতি

ফের আদালতে প্রশ্নের মুখে CBI-এর ভূমিকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা "এখন গ্যালারি শো" বলে তীব্র কটাক্ষ করেন বিচারপতি। খেজুরিতে...

আইলিগ নিয়েও ধোঁয়াশা, বিরক্ত ডায়মন্ডহারবার কোচ কিবু

আইএসএল(Indian Super League) কবে শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। আদালতের তরফে ফেডাশেরন(AIFF) এবং এফএসডিএলকে(FSDL)...
Exit mobile version