Saturday, May 3, 2025

তিন বছরের বেশি সময় জেলে থাকার পর এবার মুক্তি মিলতে পারে ভীমা-কোরেগাঁও মামলায় (Bhima Koregaon Case) অভিযুক্ত সমাজকর্মী সুধা ভরদ্বাজের (Sudha Bharadwaj)। সমাজকর্মীর গতিবিধির উপর বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। তবে একাধিক কঠোর শর্তেই জেল থেকে ছাড়া পেতে পারেন সুধা (Sudha Bharadwaj)। বৃহস্পতিবার এনআইএ-র ( National Investigation Agency) বিশেষ আদালত ৫০ হাজার টাকা বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেছে।

শর্তগুলি হল–
*আদালতের অনুমতি ছাড়া সুধা ভরদ্বাজ মুম্বই ছাড়তে পারবেন না।
*সুধা আইনজীবী হিসেবে কাজ করা সত্ত্বেও ছত্তিসগড়ে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
*সুধাও কোনও জমায়েত হাজির হতে পারবেন না।

আরও পড়ুন-M17-v5: শেষপর্যন্ত পাওয়া গেল M17-v5 হেলিকপ্টারটির ব্ল্যাক বক্স

সুপ্রিম কোর্টের (Supreme Court) তিন বিচারপতির বেঞ্চ সুধাকে জামিন দেওয়া নিয়ে বম্বে হাই কোর্টের (Bombay High Court) রায়কেই বুধবার বহাল রেখেছিল। জামিনের শর্ত নির্ধারণের জন্য আজকের মধ্যে ভীমা-কোরেগাঁও মামলায় অভিযুক্ত সমাজকর্মী সুধা ভরদ্বাজকে এনআইএ-র বিশেষ আদালতে হাজির হতে বলা হয়েছিল। আজ তাঁর আইনজীবী যুগ মোহিত চৌধুরি আদালতে হাজির হয়ে আবেদন জানান, আর্থিক বন্ডে সুধাকে জামিন দেওয়া হোক। তিনি আবেদন জানান, সুধাকে মহারাষ্ট্রের মধ্যে ভ্রমণের এবং তাঁর বাড়ি হরিয়ানা ও কর্মস্থল ছত্তিশগড় যাওয়ার অনুমতি দেওয়া হোক। এনআইএ-র বিশেষ আদালতের আইনজীবী প্রকাশ শেট্টি আর্থিক বন্ডের বিনিময়ে জামিনের আবেদনের বিরোধিতা করেননি। তবে সুধার মুম্বই ছেড়ে অন্য কোথাও যাওয়া নিয়ে আপত্তি তোলেন। সুধার পাসপোর্টও জমা রাখতে বলেছে আদালত।

এই মামলার শুনানির সময় সুধা ভরদ্বাজকে হাজির থাকার নির্দেশ দিয়েছে কোর্ট। বিচারকের নির্দেশ, মামলা নিয়ে সুধা কোনও জায়গায় মৌখিক বা লিখিত মন্তব্য করতে পারবেন না। বিচারক নির্দেশ দিয়েছেন, “নিকটাত্মীয় ছাড়া অভিযুক্ত সুধা ভরদ্বাজের পাশে কারোর যাওয়া নিষেধ।” সুধার আইনজীবী যুগ মোহিত চৌধুরি জানিয়েছেন, আগামিকাল,শুক্রবার জেল থেকে ছাড়া পাবেন সুধা ভরদ্বাজ।

Related articles

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version