Thursday, November 13, 2025

Modi: নজরে নির্বাচন! উত্তরপ্রদেশে চার দশক পুরনো প্রকল্পের উদ্বোধন মোদির

Date:

Share post:

১৯৭৮ সালে প্রকল্পের কাজ শুরু হয়েছিল। কিন্তু চার দশক পেরিয়ে গেলেও প্রকল্পের কাজ শেষ হয়নি। সামনেই যোগীর রাজ্যে নির্বাচন। তাই উত্তরপ্রদেশের ক্ষমতা নিজেদের দখলে রাখতে মরিয়া গেরুয়া শিবির। তাই কৃষকদের মন জিততে চার দশকের পুরানো প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে পাশ বসিয়েই শনিবার ৯৮০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত উত্তরপ্রদেশের সরযূ সেচখাল প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর দফতরের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, ৬৬২৩ কিলোমিটার দীর্ঘ এই খাল প্রায় ১৪ লাখ হেক্টর জমিতে জল সরবরাহ নিশ্চিত করবে। এই প্রকল্পে ব্যয় হয়েছে ৯ হাজার ৮০০ কোটি টাকা। ঘর্ঘরা, সরযূ, রাপ্তি, বানগঙ্গা এবং রোহিনী, এই পাঁচটি নদীকে যোগ করবে এই প্রকল্প। এরফলে রাজ্যের নয়টি জেলার প্রায় ২৯ লক্ষ কৃষক  উপকৃত হবেন। নতুন এই সেচ ব্যবস্থায় বাহরিচ, শ্রবস্তী, গোন্দা, বলরামপুর, সিদ্ধার্থনগর, বসতি, সন্ত কবীর নগর, গোরক্ষপুর ও মহারাজগঞ্জের কৃষকরা নিজেদের ক্ষেতে সরাসরি জল সরবরাহ পাবেন।

পাশাপাশি প্রধানমন্ত্রীর দফতর সূত্রে আরও জানানো হয়েছে, ১৯৭৮ সালে এই প্রকল্পের কাজ শুরু হলেও  চার দশক বাদেও সেই প্রকল্পের কাজ শেষ হয়নি। প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদি দায়িত্ব গ্রহণের পরই পুনরায় এই প্রকল্প শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। ৯৮০০ কোটি টাকার এই প্রকল্পে বিগত ৪ বছরেরই কেন্দ্রের তরফে ৪৬০০ কোটি টাকা খরচ করা হয়েছে। প্রধানমন্ত্রী নিজেও এই বিষয়টি উল্লেখ করে টুইটে লেখেন, “যে প্রকল্প বিগত চার দশক ধরে অপূর্ণ হয়ে ছিল, তার কাজ চার বছরেই শেষ করা হয়েছে।” তবে এই প্রকল্পের উদ্বোধন প্রসঙ্গে ওয়াকিবহাল মহল বলছে, উত্তরপ্রদেশে যোগী সরকারের ক্ষমতা ধরে রাখতে কৃষকদের মন জয় করা দরকার। আর সেই কাজ করতেই তড়িঘড়ি এই প্রকল্প শেষ করে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন- কংগ্ৰেস ছাড়াও সম্ভব বিরোধী জোট, এবার বিস্ফোরক ভোটকুশলী প্রশান্ত কিশোর

 

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...