Monday, May 12, 2025

হেলিকপ্টার দুর্ঘটনায় বিপিন রাওয়াতের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি সুব্রহ্মণ্যমের

Date:

তামিলনাড়ুর(Tamilnadu) কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত(BipinRawat)। ভয়াবহ এই মৃত্যুর ঘটনায় তদন্তের দাবিতে আগেই সরব হয়েছিলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত, এবার সুপ্রিম কোর্টের(Supreme Court) বিচারপতির তত্ত্বাবধানে উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি তুললেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী(Subramanian Swamy)।

এদিন টুইটারে এক ভিডিও বার্তায় সুব্রহ্মণ্যম বলেন, উন্নত প্রযুক্তির অত্যাধুনিক হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়া এবং সিডিএস বিপিন রাওয়াতের মৃত্যুতে দেশবাসীর মনে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে। পাশাপাশি সুব্রহ্মণ্যম বলেন, “উনি অত্যন্ত স্পষ্টবাদী এবং কঠোর ব্যক্তি ছিলেন। এমন বহু মানুষ আছেন যারা ওনাকে পছন্দ করতেন না। একইসঙ্গে এমন অত্যাধুনিক হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ার ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।” নিজের ভিডিওবার্তায় তাইওয়ানের শীর্ষ সেনা আধিকারিকের হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুর উদাহরণ টেনে সুব্রহ্মণ্যম বিপিন রাওয়াতের মৃত্যুতে সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতির নজরদারিতে উচ্চপর্যায়ের তদন্তের দাবি করেন।

আরও পড়ুন:Tripura: ফের কলকাতার ছবি দিয়ে বিজেপি-শাসিত রাজ্যের ‘উন্নয়নের’ বিজ্ঞাপন! এবার ত্রিপুরা

সুব্রহ্মণ্যম বলেন, “সম্প্রতি তাইওয়ানের শীর্ষ সেনা আধিকারিকের হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় তাইওয়ান জানায় এর পিছনে চিনের হাত রয়েছে। কিন্তু ভারত সরকার জোর দিয়ে বলছে খারাপ আবহাওয়ার জন্য এই দুর্ঘটনা। দেশের ৯৫ শতাংশ মানুষ সুপ্রিমকোর্টকে ভরসা করে আর সেই জন্যই শীর্ষ আদালতের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে এই ঘটনার তদন্ত হোক। ”

বিজেপি সংসদ আরও বলেন, “দেশবাসীর স্পষ্ট ভাবে জানা উচিত এই দুর্ঘটনা কোনও যান্ত্রিক ত্রুটির জেরে হয়েছে, নাকি ঘরের ভিতরে শত্রু বাসা বেধেছে, নাকি এটা বৈদেশিক শত্রুদের ষড়যন্ত্র। ভারত অনেক বড় একটি দেশ। ফলে এই ধরনের কোনো ষড়যন্ত্র রচিত হওয়া অস্বাভাবিক নয়। আমাদের এই ঘটনার গভীরে গিয়ে তদন্ত করা উচিত।”

Related articles

পুলওয়ামার আত্মঘাতী হামলায় মদতের কথা স্বীকার করে ফেলল পাকিস্তান

২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলা হয়। শহিদ হন ৪০ জন CRPF জওয়ান। জঙ্গি...

দেশের স্বার্থ বিরোধী: অশান্তির পরিস্থিতিতে বামেদের মিছিলকে ধুইয়ে দিলেন কুণাল

পাকিস্তানী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যখন কেন্দ্রের সরকার অপারেশন সিন্দুর-এর মতো অভিযান চালাচ্ছে দেশের সেনা, সেই সময় পাশে দাঁড়িয়েছে গোটা...

ঝাড়গ্রামে ‘সাদা পাহাড়’ ঘিরে নয়া পর্যটন কেন্দ্র

ঝাড়গ্রামের (Jhargram) পর্যটন পরিকাঠামোয় বড়সড় উন্নয়নে পদক্ষেপ করছে রাজ্য। বেলপাহাড়ির ‘সাদা পাহাড়’ বা স্থানীয়দের কথায় ‘চেতন ডুংরি’ এলাকায়...

মহানগরীর পরিবহন ব্যবস্থায় বড় বদল! ধর্মতলায় ভূগর্ভস্থ পার্কিং প্লাজা-টানেল

মহানগরীর পরিবহন ব্যবস্থায় বড় বদল আনতে চলেছে রাজ্য সরকার। মেট্রো (Metro) সম্প্রসারণের ফলে ধর্মতলা দ্রুতই হয়ে উঠবে কলকাতার...
Exit mobile version