Friday, August 22, 2025

Tripura: ফের কলকাতার ছবি দিয়ে বিজেপি-শাসিত রাজ্যের ‘উন্নয়নের’ বিজ্ঞাপন! এবার ত্রিপুরা

Date:

দেশের উন্নয়নে পশ্চিমবঙ্গই যে শীর্ষে তা আবারও প্রমাণ করল বিজেপি শাসিত রাজ্যের সরকার। মা উড়ালপুল, অন্ডাল বিমানবন্দরের পর এবার শিয়ালদহ স্টেশন সংলগ্ন উড়ালপুলের ছবি!

আরও পড়ুনঃদেশে মহিলা ও শিশুদের জন্য কতগুলি হোম আছে? কল্যাণের প্রশ্নের জবাবে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

ফের বিজেপি শাসিত রাজ্যের উন্নয়নের বিজ্ঞাপনে ব্যবহার করা হল কলকাতার ছবি। এবার ত্রিপুরা(Tripura)। শিয়ালদহ উড়ালপুলের(Sealdah Flyover) ছবিতে দেখা যাচ্ছে কলকাতার হলুদ ট্যাক্সি, নীল-হলুদ রঙের বাস। এটা ত্রিপুরার কোন জায়গা? প্রশ্ন তুলেছেন রসিকজনেরা।রীতিমতো ‘চুরি’র অভিযোগ উঠল ত্রিপুরার বিপ্লব দেব(Biplab Deb) সরকারের বিরুদ্ধে। এমনকী, শুক্রবার ত্রিপুরা সরকারের সরকারি টুইটারে উড়ালপুলের ওই ছবি প্রকাশিত হওয়ার পরই রীতিমতো শোরগোল পড়ে যায়। এরপরই সুযোগ বুঝে ত্রিপুরার সরকারি টুইটারে প্রকাশিত শিয়ালদহ উড়ালপুলের ওই ছবি মুছে দেওয়া হয়। এর আগে উত্তরপ্রদেশে (Uttarpradesh) যোগী সরকারের বিজ্ঞাপনে মা উড়ালপুলের ছবি ব্যবহার করা হয়। উত্তরাখণ্ডের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের বিজ্ঞাপনে দেখানো হয় দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরের ছবি।

শুক্রবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সরকার পথ নিরাপত্তা নিয়ে জনসচেতনতা প্রচারের উদ্দেশে একটি টুইট করে। ‘MyGov Tripura’তে প্রকাশিত টুইটে হলুদ ট্যাক্সি, নীল রঙের বাস, ট্রাম লাইন সবই পরিষ্কার বোঝা যাচ্ছে। হলুদ ট্যাক্সিতে কলকাতার ছবি আরও স্পষ্ট হয়েছে। ত্রিপুরা পরিবহনে হলুদ ট্যাক্সি নেই। এর কটাক্ষ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh) বলেন, নিজেদের দেখাবার কিছু নেই, তাই বারবার চুরি করে বাংলার ছবি ব্যবহার করছে। এর থেকেই প্রমাণ হয় বাংলায় তৃণমূল সরকারের আমলে কতটা উন্নয়ন হয়েছে। আর বিজেপি শাসিত রাজ্যগুলি কতটা পিছিয়ে রয়েছে। যদিও আগেরবারগুলির মতোই এবারও বিজ্ঞাপন সংস্থার উপর দোষ চাপিয়ে মুখ রক্ষার চেষ্টা করছেন বিজেপি নেতৃত্ব।


Related articles

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...

স্বপ্নভঙ্গ নয়, মুক্তির লড়াই: জাতীয় স্তরের রেফারি হলেন গোপীবল্লভপুরের মনি খিলাড়ি

এ গল্প কোনো স্বপ্নভঙ্গের নয়, বরং শৃঙ্খল ভাঙার গল্প। কনকনে শীতের রাতে বাড়ি থেকে পালিয়ে নিজের বিয়ে ভেঙে...
Exit mobile version