Thursday, November 13, 2025

Mamata Banerjee: বিজেপি-বিরোধী ভোট ভাগ নয়, একত্রিত করতে এসেছি: গোয়ায় স্পষ্ট বার্তা মমতার

Date:

পাখির চোখ গোয়া বিধানসভা নির্বাচন তার আগে দ্বিতীয়বার গোয়া সফরে বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। মঙ্গলবার, দ্বীপরাজ্যে কর্মিসভা করেন মমতা। আর সেখানেই তিনি স্পষ্ট জানান, “আমরা ভোট ভাগ করতে আসিনি। বিজেপির বিকল্প এটাই।”

বাংলার মুখ্যমন্ত্রী জানান, গোয়ায় দীর্ঘদিন উন্নয়ন হয়নি বলেই তাঁর আসা। বলেন,”অন্য দল গোয়ার উন্নয়ন করতে পারলে আসতাম না। ভেবেছি কেউ করবে। কিন্তু পারেনি। তাই এলাম।”

এরপরই কংগ্রেসের (Congress) বিরুদ্ধে আক্রমণ শাণান তৃণমূল সুপ্রিমো। বলেন, “ওরা বিজেপির (Bjp) সঙ্গে লড়াই করে না। আমার বিরুদ্ধে বাংলায় ভোটে লড়তে পারলে আমি কেন গোয়া আসতে পারব না? আমরা লড়াই করব। ওরা অর্ধেক লড়াই করে। আধা সমঝোতা করব না। বিজেপির বিরুদ্ধে সম্পূর্ণ লড়াই করব। দিল্লি থেকে দাদাগিরি চলবে না।” তবে একই সঙ্গে তিনি এও জানান বিজেপির বিরুদ্ধে লড়তে তিনি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন।

মমতা জানতে চান, “লড়াই করব। মরব। কিন্তু পিছিয়ে যাব না।” একই সঙ্গে তৃণমূল নেত্রী বলেন, “গোয়ায় আমি মুখ্যমন্ত্রী হতে আসব না। অভিষেকও আসবে না। ডেরেক-মহুয়াকেও আসবে না। এখানকার মানুষই মুখ্যমন্ত্রী হবেন।” অর্থাৎ তিনি স্পষ্ট করে দেন স্থানীয় মানুষদের সমর্থন নেই সেখানে সরকার গড়বে তৃণমূল। তবে, বিজেপি বিরোধিতায় কোনো সমঝোতা নয়। প্রয়োজনে, বিজেপি বিরোধী যে কোনও দলকে নিয়ে এগিয়ে যেতে তিনি প্রস্তুত বলে এদিনের সভা থেকে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

Related articles

লাদাখে চালু হল বিশ্বের সর্বোচ্চ বিমানঘাঁটি

১৩,৭০০ ফুট উচ্চতা নিয়ে বিশ্বের সেরা সামরিক বিমানঘাঁটি তৈরী হল এবার লাদাখে। লাদাখের চাংথাং নিওমা বিমানঘাঁটি বুধবার বায়ুসেনা...

আগামী বছর আরও বড় কিছু করব-Big Jump: “জনগণের উৎসব Kiff”-র সমাপ্তিতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর 

“আমরা আগামী বছর আরও বড় কিছু করব…Big Jump“-৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে আচমকা হাজির হয়ে...

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি...
Exit mobile version