Thursday, May 15, 2025

উপড়ে ফেলা হবে পাক সন্ত্রাসের শিকড়, কড়া হুঁশিয়ারি রাজনাথের

Date:

পাকিস্তান(Pakistan) সন্ত্রাসবাদের আঁতুড়ঘর। আন্তর্জাতিক মঞ্চে এই অভিযোগে বারবার সরব হতে দেখা গিয়েছে ভারতকে(India)। এই ইস্যুতেই এবার সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগে পাকিস্তানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh)। সুর চড়িয়ে তিনি জানিয়ে দিলেন, আর বেশিদিন নয়, এই সমস্যার শিকড় গোড়া থেকে উপড়ে ফেলা হবে।

রবিবার দিল্লিতে ‘ওয়াল অব ফেম-১৯৭১ ইন্দো-পাক ওয়ার’ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানেই তিনি বলেন, ভারতের মাটিতে জঙ্গি কার্যকলাপ ছড়িয়ে দিতে চায় পাকিস্তান। ১৯৭১ সালে পাকিস্তানি পরিকল্পনা ভেস্তে দেয় ভারতীয় সেনা। আর এখন সন্ত্রাসবাদকে শিকড় থেকে উপড়ে ফেলার চেষ্টা করছি আমরা। পাশাপাশি তিনি আরো বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র আনার ক্ষেত্রে ভারতের যথেষ্ট অবদান রয়েছে। আর গত ৫০ বছরে অনেকটাই উন্নতি করেছে বাংলাদেশ। গোটা দুনিয়ায় এটা একটা উদাহরণ হতে পারে। ভারতীয় সেনার সাফল্য উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন। ভারতীয় সেনার এই জয় ইতিহাসের পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়ার ভূগোলটাও বদলে দিয়েছিল।’

এর পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধে সেনার অবদানের জন্য তাদের প্রতি শ্রদ্ধা জানান রাজনাথ। একইসঙ্গে বলেন, মাঝ মাঝে ভাবি বাঙালি ভাই-বোনদের অপরাধ কী ছিল। তারা অধিকার চেয়েছিল সেটাই অপরাধ? তারা তাদের সংস্কৃতি-ভাষা ধরে রাখতে চেয়েছিল এটাই সমস্যা। সরকারে তাদের প্রতিনিধি পাঠাতে চাওয়া অন্যায়। বাঙালি ভাই বোনদের প্রতি যে অত্যাচার হয়েছিল তার মনুষ্যত্বের উপর আঘাত।

আরও পড়ুন- Rohit Sharma: ভারতীয় দলের দায়িত্ব নিয়েই বিশেষ বার্তা রোহিত শর্মার

 

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...
Exit mobile version