Thursday, November 13, 2025

Sc EastBengal: দলের খেলায় বিরক্ত লাল-হলুদ কোচ, বললেন ‘এখনও অনেক পরিশ্রম করতে হবে ইস্টবেঙ্গলকে’

Date:

আইএসএলে ( Isl) কবে জয়ের মুখ দেখবে এসসি ইস্টবেঙ্গল( Sc Eastbengal)? এটাই এখন একমাত্র ভাবনা লাল-হলুদ কোচ মানোলো দিয়াজের। রবিবার কেরলা ব্লাস্টার্স ম‍্যাচের পর সাংবাদিক সম্মেলনে যা স্পষ্ট দিয়াজের কথায়। আইএসএলে ইতিমধ্যে ছয় ছয়টি ম‍্যাচ খেলে ফেলেছে লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলই একমাত্র দল যারা এখনও পযর্ন্ত একটা ম‍্যাচও জেতেনি। তাই তো কেরল ম‍্যাচের পর কার্যত বিরক্ত লাল-হলুদ কোচ। বললেন, এই রকম খেললে দলের পক্ষে এই মরশুমে জেতা সম্ভব নয়।

সাংবাদিক সম্মেলনে দিয়াজ বলেন,”তিন পয়েন্ট পাওয়ার মতো খেলতে পারছি না আমরা। এখনও অনেক পরিশ্রম করতে হবে। নিজেদের আরও উন্নত করে তুলতে হবে। আমাদের দলের অবস্থা এ রকমই। বিপক্ষ অনেক গোলের সুযোগ তৈরি করছে। কেরালাও তাই করেছে। আমরা শুরুতে এক গোলে পিছিয়েও যেতে পারতাম। তবে আমাদের সৌভাগ্য, শুরুতে কেরালার গোল বাতিল হয়ে যায়। আমরা এক গোল দিলাম। তবে সেটাও ধরে রাখতে পারলাম না।”

গোল দিয়েও প্রতিম‍্যাচে গোল হজম করতে হচ্ছে লাল-হলুদ ব্রিগেডকে। বারবার প্রশ্নের মুখে পরছে ইস্টবেঙ্গলের রক্ষণ থেকে মাঝমাঠ। কেন প্রতি ম‍্যাচে খেলানো হচ্ছে রাজু গায়কোয়ারকে?? এর জবাবে লাল-হলুদ কোচ বলেন, “শুধু ডিফেন্স,মাঝমাঠ নয়, পুরো দলের খেলাতেই উন্নতি দরকার। এই উন্নতিটা কোচ, খেলোয়াড় সবাইকেই করতে হবে। আর দলের যা অবস্থা, তাতে রাজুকে খেলাতেই হচ্ছে। আর প্রতি ম্যাচেই ভুল হচ্ছে।”

আরও পড়ুন:Shoaib Akhtar: দু’মাস পিছিয়ে গেল শোয়েব আখতারের হাঁটুর অস্ত্রোপচার, টুইটারে বিশেষ প্রসঙ্গ রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের

Related articles

আধার কার্ডকে শিখণ্ডী করে নাম বাদের ফন্দি! আইনি লড়াই – গণআন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের 

বিস্ফোরক তথ্য। আধার-কার্ডকে শিখণ্ডী করে ভোটার তালিকা থেকে নাম বাদের ফন্দি চলছে। নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। যারা...

KIFF: সমাপ্তির বিষাদ ভুলে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে সিনে দশমীর বর্ণময় অনুষ্ঠানের জৌলুস 

শহরে এসেছিল দেশ বিদেশের ছবি। এক সপ্তাহ ধরে জমল সিনে আড্ডা। নানা ভাষার সিনেমা দেখে উচ্ছ্বসিত সাধারণ দর্শক...

লাদাখে চালু হল বিশ্বের সর্বোচ্চ বিমানঘাঁটি

১৩,৭০০ ফুট উচ্চতা নিয়ে বিশ্বের সেরা সামরিক বিমানঘাঁটি তৈরী হল এবার লাদাখে। লাদাখের চাংথাং নিওমা বিমানঘাঁটি বুধবার বায়ুসেনা...

আগামী বছর আরও বড় কিছু করব-Big Jump: “জনগণের উৎসব Kiff”-র সমাপ্তিতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর 

“আমরা আগামী বছর আরও বড় কিছু করব…Big Jump“-৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে আচমকা হাজির হয়ে...
Exit mobile version