Tuesday, December 16, 2025

Jammu & Kashmir:কড়া নিরাপত্তার ঘেরাটোপে কীভাবে জঙ্গি হামলা? বিস্তারিত তথ্য চাইলেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে পুলিশের বাসে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। সোমবারের এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় ASI-সহ আরও ১ জন। জখম হন আরও ১২ জন। ঘটনার তীব্র নিন্দা করে ট্যুইট করেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ট্যুইট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জঙ্গি হামলার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিকে উপত্যকায় জঙ্গি হামলায় শহিদ পুলিশকর্মীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ট্যুইট করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ট্যুইট তিনি লেখেন, ‘দেশ সন্ত্রাসবাদীদের থেকে মুক্ত হোক’। এনিয়ে লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী উপত্যকায় একের পর এক জঙ্গি হামলার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করেন। জানা গেছে, জঙ্গিরা যেখানে হামলা চালায়, তার কাছেই নিরাপত্তাবাহিনীর একাধিক শিবির-সহ নানা সরকারি দফতর রয়েছে। কড়া নিরাপত্তার ঘেরাটোপে থাকা ওই অঞ্চলে কী ভাবে জঙ্গিরা হামলা চালিয়ে পালিয়ে গেল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে বিরোধীরা।

আরও পড়ুন:Lakhimpur Kheri Case: লখিমপুরকাণ্ডে প্রবল চাপে মন্ত্রী-পুত্র, পরিকল্পিত খুনের চেষ্টা-সহ কড়া ধরায় অভিযোগ সিটের

প্রসঙ্গত, সোমবার জম্মু কাশ্মীরের শ্রীনগরে পুলিশ বাসে হামলা চালায় জঙ্গিরা। সূত্রের খবর, বাসটিতে সশস্ত্র পুলিশ বাহিনীর ৯ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা ছিলেন। বিকেল ৫টা ৫০ মিনিটে জাতীয় সড়কের কাছেই বাসটির উপর অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। সূত্রের খবর, পুলিশকর্মী বোঝাই বাসের ছাদে উঠে এক জঙ্গি স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলিবর্ষণ করে। জঙ্গিরা যেখানে হামলা চালায়, সেখান থেকে কয়েক কিলোমিটার দূরেই রয়েছে বাদামিবাগ আর্মি ক্যান্টনমেন্ট। হামলার খবর পাওয়া মাত্রই, ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলেন জওয়ানরা। আপাতত জঙ্গিদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।


spot_img

Related articles

মেসি-বিশৃঙ্খলায় বেনজির কড়া পদক্ষেপ রাজ্যের: শোকজ রাজীব কুমার, মুকেশ-সহ ৩জন, সাসপেন্ড অনীশ

যুবভারতীতে (Yuba Bharati) লিওনেল মেসির (Loinel Messi) অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলায় বেনজির কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার (State Government)।...

শেষ দুটি ম্যাচেও অনিশ্চিত বুমরাহ, ধুরন্ধরে মজে টিম ইন্ডিয়ার সদস্যরা

দুয়ারে টি২০ বিশ্বকাপ, তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজেই প্রস্তুতিটা সেরে নিতে চাইছে টিম  ইন্ডিয়া।...

ফিরে এলেন ১১ জন মৎস্যজীবী, এখনও নিখোঁজ ৫ জন

নামখানায় ফিরে এলেন দুর্ঘটনার শিকার হওয়া (Fishermen Rescue) ট্রলারের ১১ জন মৎস্যজীবী। তবে এখনও নিখোঁজ পাঁচজন। কাকদ্বীপে ভারতের...

এসআইআরের পর বঙ্গে প্রকাশিত ভোটারদের পূর্ণাঙ্গ খসড়া তালিকা

রাজ্যে এসআইআরের (SIR) কাজ শেষ, সুচি অনুযায়ী মঙ্গলবার সকালে প্রকাশিত হল ভোটারদের পূর্ণাঙ্গ খসড়া তালিকা (Draft Voter list)।...