Monday, November 10, 2025

KMC: ধর্ম নিয়ে উস্কানিতে কেউ কর্ণপাত করবেন না, পুরভোটের প্রচারে মন্তব্য ফিরহাদের

Date:

বিজেপি যতই ধর্ম নিয়ে উস্কানি দিক, তাতে কেউ কর্ণপাত করবেন না। ২৮ ওয়ার্ডের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী অয়ন চক্রবর্তীর সমর্থনে আজকের জনসভায় এই কথা বলেন কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস ধর্ম নিয়ে রাজনীতি করে না।এখানে সব ধর্মের মানুষের বাস। সবাই একসঙ্গে দিব্যি মিলেমিশে আছে।
বিজেপিকে বিঁধে তিনি বলেন, যারা ধর্মের উস্কানি দিয়ে পরিবেশ নষ্ট করতে চাইছে তাদের মুখের ওপর জবাব দেওয়ার সময় হয়ে গিয়েছে। যার যার ধর্ম তার নিজের কাছে।

সাহেববাগান মোড়ে জনসভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সহ বিশিষ্টরা। তৃণমূল মুখপাত্র বলেন, একটা সময় ফারজানা আলমকে এই ওয়ার্ডে নিয়ে এসে জিতিয়েছিলাম। সিপিএমের কাছ থেকেও ওয়ার্ডটি ছিনিয়ে নিয়েছিলাম। তৃণমূল নেত্রী’ তাকে ডেপুটি মেয়র করেছিলেন । প্রচুর কাজ করেছেন । এখন ফারজানাদি নেই ঠিকই , কিন্তু আইনজীবী অয়ন এই ওয়ার্ডেরই বাসিন্দা। ওকে জয়ী করে ২৮ নম্বর ওয়ার্ড আমরা নেত্রীর হাতে তুলে দেব। এই ওয়ার্ডের সবচেয়ে বড় সমস্যা ছিল পানীয় জলের। সেই সমস্যা মেটাতে রীতিমতো উদ্যোগ নিয়েছিলেন ফিরহাদ হাকিম, সে কথাও স্মরণ করিয়ে দেন কুণাল ।

এর আগে সোমবার সকালে বিহারের Additional Advocate General Khurshid Alam তৃণমূল প্রার্থী অয়ন চক্রবর্তীর হয়ে প্রচারে বের হন। ১, হরিনাথ দে রোড রোড থেকে প্রার্থীর সঙ্গে পদযাত্রায় পা মেলান কুণাল সহ অন্যান্যরা।
এলাকা পরিদর্শনের সময় মানুষের উৎসাহ ও উদ্দীপনা দেখে জেতার ব্যাপারে রীতিমতো কনফিডেন্ট প্রার্থী। তিনি বলেন, এই ওয়ার্ডে যে কাজ বাকি আছে সেগুলো দ্রুত শেষ করার চেষ্টা করব । একমাত্র তৃণমূল নেত্রী যে সুযোগ দিয়েছেন তাকে কাজে লাগাতে চাই।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version