Saturday, August 23, 2025

চাপে BJP: লখিমপুর কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা যোগের অনুমতি আদালতের

Date:

সময় যত বাড়ছে উত্তর প্রদেশ(Uttar Pradesh) নির্বাচনের আগে লখিমপুরখেরি কাণ্ডে(LakhimpurKheri) অস্বস্তি ততই বেড়ে চলেছে বিজেপির। মঙ্গলবার লখিমপুর কাণ্ডে রিপোর্টে জানানো হয়েছিল, এই ঘটনা পূর্ব পরিকল্পিত। এবং আদালতের কাছে আবেদন জানানো হয় মামলায় খুনের চেষ্টার ধারা যুক্ত করা হোক। সেই আবেদনে সাড়া দিয়ে এদিন আদালত অভিযুক্ত ১৩ জনের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা যুক্ত করার অনুমতি দিয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রও(Ashish Mishra)। ফলে নির্বাচনের আগে এহেন ঘটনায় স্বাভাবিকভাবেই রীতিমতো চাপে গেরুয়া শিবির।

প্রসঙ্গত, এই ঘটনায় ধৃতদের বিরুদ্ধে আইপিসির ২৭৯, ৩৩৮ এবং ৩০৪এ (অবহেলায় মৃত্যু ঘটা) ধারা ছিল। কিন্তু সিটের রিপোর্টে ঘটনাটি সুপরিকল্পিত, ইচ্ছাকৃত খুনের চেষ্টা বলে উল্লেখ করা হয়। জানানো হয় এটি কোনো দুর্ঘটনা বা অসতর্কতা বলে ছাড় দেওয়া উচিত নয়। তদন্তকারীরা ভারতীয় দণ্ডবিধির ধারা ২৭৯-র পরিবর্তে ৩০৭ (খুনের চেষ্টা), ৩২৬ (স্বেচ্ছায় বিপজ্জনক অস্ত্র বা উপায়ে গুরুতর আঘাত করা), ৩৪ যুক্ত করার জন্য আদালতে অনুরোধ করেন। এই ঘটনায় ৩০৪ এ ধারা বাতিল করতে চান তাঁরা। সেই জায়গায় ৩০৭ ধারা-সহ বাকি ধারা যোগ করার অনুমতি চায় সিট। সিটের আবেদনে সাড়া দিয়ে আদালত নির্দেশ দেয়, অবহেলার কারণে মৃত্যু’র পরিবর্তে ৩০৭ ধারা তথা ‘খুনের চেষ্টা’র ধারা যোগ করার।

আরও পড়ুন:ওমিক্রন আতঙ্কের মাঝে ১৩০ জন বিদেশ ফেরতের খোঁজ মিলছে না মোরাদাবাদে

উল্লেখ্য, ৩ অক্টোবর লখিমপুর খেরিতে মন্ত্রী-পুত্র আশিসের গাড়ি পিষে দেয় বিক্ষোভরত চার কৃষকে। আহত হন অনেকে। যদিও অজয়ের দাবি, ঘটনার সময় আশিস গাড়িতে ছিলেন না। পিষে খুন করার পাশাপাশি গুলি চালানোরও অভিযোগ ওঠে। ৯ অক্টোবর আশিসকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। উদ্ধার হয় তাঁর বন্দুক। ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে সবার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনছে সিট।

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version