Monday, August 25, 2025

Kunal Ghosh: দিলীপের “পচা গঙ্গা”র পাল্টা দিলেন কুণাল, ছাড়লেন না শুভেন্দু-শোভনকেও

Date:

ফের মুখ্যমন্ত্রী (CM) তথা তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আজ, বুধবার ভোরে ইকো পার্কে মর্নিং ওয়াকে গিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন তিনি। বারাণসীতে প্রধানমন্ত্রীর গঙ্গায় ডুব দেওয়া প্রসঙ্গে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়। এবার মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, “পচা গঙ্গার ধারে যে থাকে সে গঙ্গার গুরুত্ব কী বুঝবে? যার যেমন রুচি, সে তেমন কথা বলে।” দিলীপ ঘোষ আরও দাবি করেন, প্রধানমন্ত্রী মোদি করোনাকালে দেশের ত্রাতা।

দিলীপ ঘোষের এই মন্তব্যকে পাল্টা কটাক্ষ করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ। তিনি বলেন, “দিলীপ ঘোষের বোধ-বুদ্ধি লোপ পেয়েছে। উনি কী বলছেন জানেন না। কলকাতার চারপাশে গঙ্গা রয়েছে। গঙ্গার পাশে থাকা অন্যায় নয়। এটা গঙ্গাকে অপমান। কলকাতাকে অপমান। কলকাতাবাসীকে অপমান। আর গঙ্গা নিয়ে কথা বলা ওনাদের মুখে শোভা পায় না। উত্তরপ্রদেশে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার গঙ্গায় করোনার লাশ ভাসিয়ে ছিল। মালদার মানিকচকে মমতা বন্দ্যোপাধ্যায় জল পুলিশ নামিয়ে সেই মৃতদেহ তুলে মর্যাদার সঙ্গে সৎকার করেছিলেন, সেটা কি দীলিপবাবুরা ভুলে গিয়েছেন? তাই প্রধানমন্ত্রী ডুব দিন আর বিজেপির যে কেউ গঙ্গায় ডুব দিন, উত্তরপ্রদেশে যোগীর কু-কীর্তির কলঙ্ক মুছতে পারবেন না। তাই কলকাতাকে অপমান করবেন না।”

এদিন দিলীপ ঘোষ সিঙ্গুর প্রসঙ্গ তুলে বলেন, সিঙ্গুরের মানুষ গত নির্বাচনেই তৃণমূলকে জবাব দিয়েছেন। তারও জবাব দিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলেন, “আপনারা সিঙ্গুরে মঞ্চ বাঁধছেন আর সেখানকার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় কোথায়?”

এদিন শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করেন কুণাল ঘোষ। তিনি বলেন, “শুভেন্দু কুলাঙ্গার। মীরজাফর। যে দলের খেয়ে পড়ে বড় হয়েছে, সেই দলের বিরুদ্ধেই কথা বলছে। মানুষ বিধানসভা ভোটে কত ধানে কত চাল বুঝিয়ে দিয়েছে শুভেন্দুকে। পুরভোটেও জবাব পেয়ে যাবে।”

কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় পুরভোটের ঠিক আগেই হঠাৎ জেগে উঠেছেন। কলকাতার সামগ্রিক উন্নয়নকে তাঁর নিজস্ব কৃতিত্ব বলে দাবি করছেন। এ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “ওনার রাজনীতিতে কোনও গুরুত্ব নেই।
গ্ল্যাক্স বেবি বান্ধবীর আঁচলের তলায় বসে আবোল-তাবোল বকছেন। উনি যদি অতই যোগ্য হতেন তাহলে বিধানসভা নির্বাচনে দাঁড়ালেন না কেন? পুরভোটে নিজের ১৩১ নম্বর ওয়ার্ডে নির্দল হয়ে তো দাঁড়াতে পারতেন। আসলে ওনার কোনও গ্রহণযোগ্যতা নেই। ওনার কথা কেউ শোনে না।”

আরও পড়ুন:শেষ রক্ষা হল না, প্রয়াত ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version